পাকিস্তানের ধারাবাহিকে তরুণীর গলায় ‘আমার পরান যাহা চায়’! মুগ্ধ নেটিজেনরা

শুনতে অবাক লাগলেও এমন দৃশ্য দেখা গেছে পাকিস্তানের একটি ধারাবাহিকে

ড্রয়িং রুমে বসে আড্ডা দিতে দিতে রবীন্দ্রসঙ্গীত ‘আমার পরান যাহা চায়’। সাধারণ বাঙালি পরিবারে খুবই স্বাভাবিক বিষয়। কিন্তু এই দৃশ্য যদি দেখা যায় পাকিস্তানে?

শুনতে অবাক লাগলেও এমন দৃশ্য দেখা গেছে পাকিস্তানের একটি ধারাবাহিকে। আর তা নিজের টুইটারে পোস্ট করেছেন পলিটিক্যাল অ্যানথ্রোপলজিস্ট আদিল হোসেন। এই রাজনৈতিক বিশ্লেষক কার্যত এই টুইটের মাধ্যমে এটাই বোঝাতে চেয়েছেন, বিশ্বের দরবারে বাঙালির প্রভাবের কথা, এমনটাই মনে করছেন নেটিজেনরা।

এই টুইটে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, দুটি তরুণ তরুণী ড্রয়িং রুমে বসে চা খেতে খেতে আড্ডা জমিয়েছে। এরমধ্যেই হঠাৎ করে একজন গেয়ে উঠলেন, আমার পরান যাহা চায়।

ভিডিওটি পাকিস্তানের ধারাবাহিক “দিল কিয়া করে” এর অংশবিশেষ। নিজের মনের কথা জানাতে রবীন্দ্রনাথকে বেছে নিচ্ছেন এক সাধারণ পাকিস্তানি। এই ছবির তাৎপর্য বিপুল।

সম্প্রতি টুইটে নতুন ট্রেন্ড হয়েছে “বাঙালিপ্রাইমমিনিস্টার”। সেখানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ২০২৪ সালে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরা হচ্ছে। মনে করা হচ্ছে, একমাত্র মমতাই পারেন মোদীকে হারাতে।

সবমিলিয়ে একুশের ভোটের পর থেকে সোশ্যাল মিডিয়ার জাতীয় প্রেক্ষাপটে বাঙালি আচমকা ব্যাপক প্রাসঙ্গিকতা পেয়েছে। তাতে নয়া পালক লাহোরের আড্ডায় আমারও পরানো যাহা চায়!

Comments are closed.