রাজ্যে বিনা প্রতিদ্বন্দিতায় জেতা পঞ্চায়েত আসনের ভবিষ্যৎ কী? সুপ্রিম কোর্টে শুনানি ১৩ অগাস্ট

রাজ্যে পঞ্চায়েত ভোটে যে আসনগুলিতে শাসক দল তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দিতায় জিতেছে, সেগুলির ভবিষ্যৎ কী হবে তা নিয়ে সোমবার রায় দেওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টের। কিন্তু এদিন শুনানি পিছিয়ে যায়। সুপ্রিম কোর্ট জানিয়েছে, আগামী ১৩ ই অগাস্ট এই মামলার পরবর্তী শুনানি হবে। সম্ভবত সেদিনই হবে রায়দান। গত মে মাসের পঞ্চায়েত ভোটে রাজ্যের প্রায় ৩৪ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দিতায় জয়লাভ করে শাসক দল। অবাধ নির্বাচনের দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল বিরোধীরা। এমনকী যেখানে বিরোধীরা মনোনয়ন জমা দিতে পারেননি, সেখানে অনলাইনে তা জমা দেওয়ার জন্যও আবেদন জানানো হয়েছিল। শেষ পর্যন্ত এই মামলা গড়ায় দেশের শীর্ষ আদালতে। সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, যেখানে নির্বাচন হয়নি সেখানে ফল ঘোষণা করা যাবে না। সেই আসনগুলির ফল ঘোষণা করা হয়নি। কিন্তু এমাসের শেষেই ২০১৩ সালের পঞ্চায়েত ভোটের মেয়াদ শেষ হচ্ছে। ফলে অগাস্টের শেষ সপ্তাহের মধ্যেই রাজ্যে নতুন পঞ্চায়েতে বোর্ড গঠন করতে হবে। তার আগে এই রায়ের দিকেই তাকিয়ে রাজ্যের রাজনৈতিক দলগুলি। রাজ্যে প্রায় ৪৮ হাজার গ্রাম পঞ্চায়েত আসনের মধ্যে প্রায় ১৭ হাজার আসনে বিনা প্রতিদ্বন্দিতায় জেতে শাসক দল। পঞ্চায়েত সমিতির প্রায় ৯ হাজার আসনের মধ্যে ৩ হাজার এবং ৮২৫ টি জেলা পরিষদের আসনের মধ্যে ২০৩ টি আসনে বিনা প্রতিদ্বন্দিতায় জেতে তৃণমূল। এই আসনগুলির ভাগ্য সোমবার নির্ধারন হওয়ার কথা ছিল।

Leave A Reply

Your email address will not be published.