ফের মমতার নামে এফআইআর অসমে। দেশভাগের চক্রান্ত করছে বিজেপি, পালটা তৃণমূল

মমতা বন্দ্যোপাধ্যায়সহ তৃণমূলের নয় জনপ্রতিনিধির বিরুদ্ধে ফের এফআইআর দায়ের হল অসমের গুয়াহাটির আরও একটি থানায়। অসম পাবলিক ওয়ার্কস-এর জনৈক এক পদাধিকারী গুয়াহাটির গীতানগর থানায় এই এফআইআর করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালও। যদিও এই এফআইআরকে গুরুত্ব দিচ্ছেন না বাংলার মুখ্যমন্ত্রী। বরং অসমের নাগরিকপঞ্জি ইস্যুতে তিনি সরাসরি কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন। সম্প্রতি দিল্লি গিয়েও কেন্দ্রে সরকার বদলের ডাক দিয়েছেন তিনি। তৃণমূল নেত্রীর পাশাপাশি সিপিএমও নাগরিকপঞ্জির তীব্র বিরোধিতা করেছে।
তৃণমূল শিবিরের বক্তব্য, অসমে নাগরিকপঞ্জির মাধ্যমে দেশভাগের চক্রান্ত করছে বিজেপি। মানুষের মধ্যে ভেদাভেদ করা হচ্ছে। তৃণমূলের অভিযোগ, অসমে যদি কোনও সমস্যাই না থাকে তবে সেখানে ২০০ কোম্পানি আধা সামরিক বাহিনী কেন মোতায়েন করা হয়েছে? রাজ্য সরকারের বক্তব্য, ঝাড়গ্রামের মাওবাদী এলাকা থেকে আধা সেনা তুলে নিয়ে অসমে পাঠানো হচ্ছে। এসবই কেন্দ্রের চক্রান্ত।

Leave A Reply

Your email address will not be published.