পার্থ: প্রার্থী তালিকায় আমি ও সুব্রত বক্সী সই করেছি, আর বিভ্রান্তি থাকা উচিত নয়  

১০৮ টি পুরসভায় তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ-বিক্ষোভে সরগরম রাজ্য রাজনীতি। বেশ কয়েকটি জায়গায় টিকিট না পেয়ে দলের একাংশ প্রকাশ্যে বিক্ষোভ দেখিয়েছে। এই পরিস্থিতিতে প্রার্থী তালিকা নিয়ে চূড়ান্ত বার্তা দিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চ্যাটার্জি। সোমবার সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, প্রার্থী তালিকায় আমি, সুব্রত বক্সী সই করেছি। এটা নিয়ে আর বিভ্রান্তি থাকা উচিত নয়। 

২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮টি পুরসভার জন্য সাংবাদিক বৈঠক করে প্রার্থী তালিকা প্রকাশ করেন সুব্রত বক্সী, পার্থ চ্যাটার্জিরা। ওই দিনও তৃণমূলের ফেসবুক পেজে প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়। যা নিয়ে তৃণমূলের একাংশ অসন্তোষ প্রকাশ করেন। অনেকেই টিকিট না পেয়ে বিক্ষোভ দেখান। এই পরিস্থিতিতে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব জানায়, সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত প্রার্থী তালিকা ঠিক নয়। পরে রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং পার্থ চ্যাটার্জির সই করা প্রার্থী তালিকা জেলায় জেলায় পৌঁছায়। যা নিয়েও কয়েকটি জায়গায় বিক্ষোভ দেখা দেয়।

এদিন সাংবাদিক বৈঠকে পার্থ চ্যাটার্জি বলেন, তালিকায় কিছু কিছু জায়গায় বিভ্রান্তি ছিল। রবিবার তা সংশোধন করে পাঠানো হয়েছে। এরপর আর বিভ্রান্তি থাকা উচিত নয়। সেই সঙ্গে তিনি বলেন, এত বড় একটি নির্বাচন, সবাইকে টিকিট দেওয়া সম্ভব নয়। যাঁরা পাননি তাঁদের খারাপ লাগাটাই স্বাভাবিক। তবে এদিন ফের একবার সবাইকে একত্রিত হয়ে কাজ করার বার্তা দেন তিনি। 

Comments are closed.