৩১ আগস্ট পর্যন্ত বাড়লো বিধিনিষেধের মেয়াদ, বন্ধ থাকছে লোকাল ট্রেন

বাড়ল বিধিনিষেধের মেয়াদ। ৩১ আগস্ট পর্যন্ত রাজ্যে জারি থাকবে বিধিনিষেধ। বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

এদিন তিনি বলেন, যেহেতু থার্ড ওয়েভের আশঙ্কা থেকেই যাচ্ছে, সেক্ষেত্রে আরও কিছুদিন আমাদের কষ্ট করতে হবে। লোকাল ট্রেনও ৩১ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী জানান, গ্রামাঞ্চলে টিকাকরণ-এর উপর জোর দেওয়া হচ্ছে। টিকাকরণ পর্যাপ্ত পরিমাণ শুরু হলেই ট্রেন চালানো নিয়ে সিধান্ত নেওয়া হবে।

নতুন ঘোষণায় রাতের বিধিনিষেধ কিছুটা শিথিল করার সিধান্ত নিয়েছে নবান্ন। মুখ্যমন্ত্রী বলেন, আগে রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত বিধিনিষেধ লাগু থাকত, বর্তমান সময়ে কমিয়ে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত করা হয়েছে। এছাড়া বিধিনিষেধের সমস্ত নিয়ম আগের মতোই জারি থাকছে।

এদিন দুয়ারে সরকার নিয়েও একাধিক ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বলেন এর আগে দুয়ারে সরকার ক্যাম্প থেকে প্রায় ৯৯% মানুষ সুবিধা পেয়েছেন। আগামী দুয়ারে সরকারে রাজ্যজুড়ে মোট ১৭ হাজার ক্যাম্প চালানো হবে। লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী সহ রাজ্য সরকারের একাধিক প্রকল্পের জন্য দুয়ারে সরকারে আবেদন করতে পারবেন সাধারণ মানুষ। এছাড়াও কাস্ট সার্টিফিকেট, জমি বাড়ির মিউটেশন, দলিল সংক্রান্ত কাজও আগের মতোই দুয়ারে সরকার ক্যাম্প থেকে করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

এছাড়াও আগামী ভাইফোঁটার দিন থেকে দুয়ারে রেশন শুরুর কথা ঘোষণা করেন মমতা ব্যানার্জি।

টাকার বিনিময়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম বিলি করা হচ্ছে, দক্ষিণ ২৪ পরগনা থেকে এমন একটি অভিযোগ আসে। ফর্ম বিলি সংক্রান্ত দুর্নীতি রুখতে এদিন মুখ্যমন্ত্রী বলেন, শুধু মাত্র দুয়ারে সরকার ক্যাম্প থেকেই সরকারি প্রকল্পের ফর্ম পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে। কেউ টাকার বিনিময়ে ফর্ম দিচ্ছে, বা ফর্ম পেতে কোনও অসুবিধা হচ্ছে এ সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য একটি টোল ফ্রি নাম্বারও চালু করা হয়েছে নবান্নের তরফে।

Comments are closed.