জেলার পর এবার পেট্রোল সেঞ্চুরি করল কলকাতাতেও

অবশেষে কলকাতায় সেঞ্চুরি করল পেট্রোলের দাম। এতদিন রাজ্যের অন্যান্য জায়গায় পেট্রোলের দাম ১০০ পার করলেও কলকাতায় দাম ছুঁতে পারেনি ১০০. কিন্তু মঙ্গলবার রাত থেকে কলকতায় পেট্রোলের দাম ছুঁয়ে ফেলল ১০০. মঙ্গলবার সকাল পর্যন্ত রাজ্যের ২৩ জেলার ১৯ টিতেই দামে সেঞ্চুরি করেছিল পেট্রোল। এদিন রাত থেকেই রাজধানী কলকাতাতেও দাম ছুঁয়ে গেল ১০০.

এখন শহরে পেট্রোলের দাম ১০০ টাকা ২৩ পয়সা। ডিজেলের দাম লিটার প্রতি ৯২ টাকা ৫০ পয়সা। জ্বালানির দাম এতটা বেড়ে যাওয়ায় নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া।

এরমধ্যেই বাংলায় শাসক দল তৃণমূল ১০ এবং ১১ জুলাই রাজ্যজুড়ে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করবে। মঙ্গলবার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে বিধানসভায় কেন্দ্রকে নিশানা করেন মুখ্যমন্ত্রী।

পেট্রোপণ্যের সঙ্গে তাল মিলিয়ে দাম বাড়ছে রান্নার গ্যাসের। একটি সিলিন্ডারের দাম প্রায় ১,০০০ টাকা। বিভিন্ন জায়গায় পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস ও সিপিএম-কংগ্রেস।

Comments are closed.