এয়ার ইন্ডিয়ায় বড়সড় সাইবার হানা! বহু যাত্রীর তথ্য চুরির আশঙ্কা

সংস্থার তরফে যাত্রীদের পাসওয়ার্ড বদলে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে

এবার বড়সড় সাইবার হানার শিকার এয়ার ইন্ডিয়া। লক্ষ লক্ষ বিমানযাত্রীর ক্রেডিট ও ডেবিট কার্ডের তথ্য সহ ব্যক্তিগত তথ্য চুরি হয়েছে বলে আশঙ্কা।

বিমান সংস্থার তরফে বিবৃতিতে জানানো হয়েছে, ২০১১ সালের ১১ অগাস্ট থেকে ২০২১ সালের ৩ ফেব্রুয়ারির মধ্যে সংস্থার কাছে যাত্রীদের যত তথ্য নথিভুক্ত ছিল, তা চুরি হয়েছে বলে আশঙ্কা। অর্থাৎ, গত ১০ বছর ধরে এয়ার ইন্ডিয়ার কাছে গ্রাহকদের যত তথ্য ছিল, তা হ্যাকারদের হাতে চলে গিয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, এয়ার ইন্ডিয়ার যাত্রী পরিষেবা সংক্রান্ত বিষয় দেখাশোনা করার বিভাগ SITA-র ওপর সাইবার অ্যাটাক হয়েছে। মনে করা হচ্ছে, অন্তত ৪৫ লক্ষ যাত্রীর নাম, ঠিকানা, জন্ম তারিখ, মোবাইল নম্বর, ক্রেডিট ও ডেবিট কার্ড, পাসপোর্ট নম্বর সহ বহু তথ্য চুরি গেছে।

বিমান সংস্থার দাবি, ডেবিট বা ক্রেডিট কার্ডের সিভিভি নম্বর হ্যাক করতে পারেনি সাইবার দুষ্কৃতিরা। তাও সংস্থার তরফে যাত্রীদের পাসওয়ার্ড বদলে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে। সংস্থা আরও জানিয়েছে, তথ্য চুরি যাওয়ার পর যা যা পদক্ষেপ করার দরকার, তা করা হয়েছে।

সূত্রের খবর, বেশ কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থার তথ্যও একইভাবে ফাঁস হয়েছে।

Comments are closed.