রাজ্যে পঞ্চায়েত ভোটের সন্ত্রাস নিয়ে সরব প্রধানমন্ত্রী

বাংলায় পঞ্চায়েত ভোটের দিন সংঘর্ষ, খুনোখুনি নিয়ে তৃণমূল সরকারকে বিঁধলেন স্বয়ং নরেন্দ্র মোদী।  মঙ্গলবার দিল্লি সদর দফতরে এক সভায় মোদী বলেন, বাংলায় গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। মনোনয়ন জমা দেওয়া থেকে শুরু করে ভোটদান পর্যন্ত কোথাও গণতন্ত্রের স্বীকৃতি নেই। প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের দিন রাজ্যে সংঘর্ষে অন্তত ১২ জনের মৃত্যু হয়। প্রধানমন্ত্রীর পঞ্চায়েত ভোট নিয়ে এই মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ন বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Leave A Reply

Your email address will not be published.