কাশ্মীর নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার, ২৪ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বদল বৈঠক ডেকেছেন। কি আলোচনা হবে সর্বদলীয় বৈঠকে? তা নিয়ে এখন জল্পনা শুরু হয়েছে। কেউ বলছেন, রাজ্যের মর্যাদা ফিরে পাবে কাশ্মীর আবার কারও মতে অন্য বিষয় নিয়ে আলোচনা।
কেন্দ্রশাসিত কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে। এটাই শুরু থেকে অবস্থান মোদী সরকারের। সেই সিদ্ধান্ত কি শেষ পর্যন্ত নিয়েই নিল মোদী সরকার? এই জল্পনার কারণ, বৈঠকে ডাক পেয়েছেন উপত্যকার নেতারাও।
এখনও পর্যন্ত ৯টি দল বৈঠকে ডাক পেয়েছে। জানা গেছে, মোট ১৬টি দলের নেতারা ডাক পেতে পারেন এই বৈঠকে। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি)-র সভানেত্রী মেহবুবা মুফতি জানিয়েছেন, বৈঠকের ডাক পেয়েছি।
২০১৯ সালের ৫ অগাস্ট সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপ করে জন্মু ও কাশ্মীরের উপর থেকে রাজ্যের মর্যাদা কেড়ে নেওয়া হয়েছিল। জম্মু-কাশ্মীর ও লাদাখকে দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করেছিল ভারত সরকার।
Comments are closed.