ইমরান খানকে চিঠি নরেন্দ্র মোদীর, চিঠির বয়ান নিয়ে বিতর্ক দু’দেশের

পাকিস্তানের ২২ তম প্রধামন্ত্রী হিসাবে শনিবারই শপথ নিয়েছেন ইমরান খান। তাঁকে শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও এই চিঠির বয়ান নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। চিঠিতে কী লেখা আছে তা নিয়ে পৃথক পৃথক দাবি করছে দুই দেশ। সোমবার সাংবাদিক বৈঠক করেন পাকিস্তানের নতুন বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। পাক সংবাদপত্র ডনের দাবি অনুযায়ী, সেখানে তিনি বলেন, পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে লেখা চিঠিতে নরেন্দ্র মোদী তাঁকে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন। পাক বিদেশমন্ত্রী আরও জানান, তাঁরা মনে করেন মতভেদ থাকা সত্ত্বেও এই দুই দেশের মধ্যে ধারাবাহিক, বিরতিহীন আলোচনা প্রয়োজন। কাশ্মীর সমস্যাও বাস্তব বলে জানিয়েছেন পাক বিদেশমন্ত্রী।
যদিও ভারতের তরফে পাক বিদেশমন্ত্রীর এই দাবি অস্বীকার করা হয়েছে। সূত্রের খবর, শুভেচ্ছা জানিয়ে নরেন্দ্র মোদী পাক প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেও, সেখানে আলোচনায় বসার কোনও কথাই বলা হয়নি।

Comments are closed.