IAS, IPS-এর পর ভুয়ো NASA আধিকারিক! লক্ষাধিক টাকা প্ৰতরণায় গ্রেফতার অভিযুক্ত

ভুয়ো IAS, IPS-এর পর এবার পুলিশের জালে ভুয়ো NASA’র আধিকারিক। ধৃতের বিরুদ্ধে অভিযোগ, নিজেকে NASA এর আধিকারিকের পরিচয় দিয়ে ভিন রাজ্যের নাগরিকের কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেন। অভিযুক্তের নাম মধুমিতা সাহা।

বৃহস্পতিবার রাতে নারায়ণপুর থেকে মধুমিতাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশে সূত্রে খবর, সোশ্যাল মিডিয়ায় হরিয়ানার বাসিন্দা নরেন্দ্র সিংহের সঙ্গে পরিচয় হয় মধুমিতার। কিছুদিন কথাবার্তা চলার পর নরেন্দ্রকে মথুমিতা জানান, তিনি NASA-এর DRDO-তে সুপার অ্যান্টিক মেটাল ডেলিভারি এজেন্ট। এরপরেই ধীরে ধীরে প্ৰতরণার ছক কষে অভিযুক্ত।

তিনি নরেন্দ্রকে জানান, এই অ্যান্টিক মেটাল কম পয়সায় কিনে NASA-তে সরবরাহ করে ব্যাপক লাভ করতে পারবেন। বিনিয়োগকারী হিসেবে NASA অগ্রীম টাকা নিচ্ছে। মধুমিতার পাতা ফাঁদে পা দেন নরেন্দ্র। কলকাতায় এসে মধুমিতাকে টাকা দিয়ে যান।

টাকা পাওয়ার পরই মধুমিতা যোগাযোগ বিচ্ছিন্ন করেন। নরেন্দ্র বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। বৃহস্পতিব নারায়ণপুর থানায় গিয়ে মধুমিতার নামে অভিযোগ করেন তিনি। সেদিন রাতেই ধৃতকে বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

অভিযুক্তকে আদালতে পেশ করা হলে তাঁকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় ব্যারাকপুর আদালত।

Comments are closed.