নবমীর সকালে যান চলাচল স্বাভাবিক, রাতের ভিড় সামলাতে তৈরি হচ্ছে পুলিশ 

উৎসবের শেষ দিন। নবমী উপভোগ করতে রাস্তায় নেমেছে দর্শনার্থীরা। সকালের দিকে কলকাতায় দর্শনার্থীদের ভিড় মোটামুটি স্বাভাবিক ছিল। শহরের বড় পুজোগুলোতেও তেমন ভিড় চোখে পড়েনি। তবে দুপুরের পর থেকে পরিস্থিতি বদলাতে শুরু করেছে। ধীরে ধীরে ভিড় বাড়ছে। 

নবমীর রাতে যে কলকাতায় রেকর্ড সংখ্যক ভিড় হবে, তা নিয়ে কলকাতা পুলিশ একপ্রকার নিশ্চিত। আর তাই ভিড় সামাল দিতেও বাড়তি প্রস্তুতি সেরে রাখছে লালবাজার। প্যান্ডেলের ব্যাপক ভিড়ের জেরে রাস্তায় যান চলাচলও আটকে পড়েছিল। নবমীতেও তেমন পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে। যে কারণে শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বাড়তি পুলিশ বাহিনী মোতায়েন করা হচ্ছে। পাশাপাশি শহরের বড় বড় পূজগুলো যেমন, দক্ষিণে ত্রিধারা, দেশপ্রিয় পার্ক, চেতলা অগ্রণী, সুরুচি সঙ্ঘ উত্তরের আহিরীটোলা, সন্তোষ মিত্র পার্ক, টালা প্রত্যয় ইত্যাদি একগুচ্ছ পুজো নিয়ে বাড়তি প্রস্তুতি সেরে রাখছে কলকাতা পুলিশ। সব মিলিয়ে নবমীর নিশিতে শহরকে সচল রাখতে একগুচ্ছ পরিকল্পনা সাজাচ্ছে পুলিশ। 

Comments are closed.