সোনিয়ার ‘আকর্ষণীয়’ প্রস্তাব ফেরালেন, ‘হাত’ ধরছেন না প্রশান্ত কিশোর

জল্পনার অবসান। কংগ্রেসে নাম লেখাচ্ছেন না ভোট কুশলী প্রশান্ত কিশোর। মঙ্গলবার পিকে নিজেই ট্যুইট করে এ কথা জানিয়েছেন। ভোটকুশলী লিখেছেন, কংগ্রেসে যোগদান এবং ভোটের কুশল ঠিক করার উদার আহ্বান আমি প্রত্যাখ্যান করেছি। সেই সঙ্গে পেশাদার ভোট কুশলীর তাৎপর্যপূর্ণ মন্তব্য, কংগ্রেসের সংস্কার এবং গঠনগত সমস্যার সমাধানের জন্য আমার চেয়ে বেশি প্রয়োজন নেতৃত্ব এবং মিলিত ইচ্ছের।

সম্প্রতি কংগ্রেসের সঙ্গে পিকের দফায় দফায় বৈঠকের জেরে দেশের রাজনৈতিক মহলে জল্পনা ছড়ায়। কংগ্রেসে পিকের যোগদান শুধু সময়ের অপেক্ষা মাত্র, এমনটাও গুঞ্জন শুরু হয়। এক সর্ব ভারতীয় সংবাদমাধ্যম দাবি করে, কংগ্রেসে যোগ দানের জন্য প্রশান্তকে আকর্ষণীয় প্রস্তাব দিয়েছিলেন খোদ সোনিয়া গান্ধী। যদিও পিকে কোনও উত্তর না দিয়ে কিছুটা সময় চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল কংগ্রেসের হাত ধরলেন না পেশাদার ভোট কুশলী।

কংগ্রেসের তরফে পিকের প্রত্যাখ্যানের খবর ট্যুইট করে জানান হয়েছে। কংগ্রেস মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা ট্যুইটে এদিন লেখেন, প্রশান্ত কিশোরের সঙ্গে একাধিক বৈঠকের পর সোনিয়া গান্ধী একটি কমিটি গঠন করেছিলেন। আমরা তাঁকে দলে আমন্ত্রণ জানালেও তিনি তা গ্রহণ করেননি। কংগ্রেসের জন্য ওনার প্রচেষ্টা এবং পরামর্শকে আমরা স্বাগত জানাচ্ছি।

রাজনৈতিক মহলের একাংশের মতে প্রশান্ত কিশোর কখনই সরাসরি কংগ্রেসে যোগ দিতে চাননি। সোনিয়া গান্ধীর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে তিনি নাকি স্বাধীন ভাবে কাজ করার প্রস্তাব রেখেছিলেন হাত শিবিরের হাই কমান্ডার কাছে। সেই সঙ্গে বেশ কিছু প্রস্তাব দিয়েছিলেন যা নিয়ে কংগ্রেসের এক পক্ষের আপত্তি ছিল। এত কিছু সত্ত্বেও কংগ্রেসে পিকের যোগদান একপ্রকার নিশ্চিত ছিল বলেই অনেকের ধারণা। কিন্তু শেষমেশ দেখা গেল ফের একবার সরাসরি রাজনীতিতে যোগদানের প্রস্তাব ফেরালেন প্রশান্ত কিশোর।

Comments are closed.