বেহাল করোনা পরিস্থিতি নিয়ে ফের ট্যুইটে কেন্দ্রকে তোপ পিকের

২ মে যত এগিয়ে আসছে ততই ট্যুইটারের ব্যবহার বাড়াচ্ছেন প্রশান্ত কিশোর। ভারতের করোনা পরিস্থিতি নিয়ে ফের ট্যুইটে কেন্দ্রকে কটাক্ষ করলেন পিকে।

মঙ্গলবার সকালে তিনি ট্যুইটে লেখেন, ‘পৃথিবীর সর্ববৃহৎ’ নিজেদের আস্বস্ত করতে এই শব্দটি ব্যবহার করা একপ্রকার মানসিক অসুস্থতা।

কেন্দ্রকে পিকের খোঁচা, দাবি করা হচ্ছে করোনা পরীক্ষা, এবং টিকাকরণে ভারত সব দেশের থেকে এগিয়ে, কিন্তু আদতে এটি সবথেকে বড় গুজব।
তিনি আরও লেখেন, দুর্ভাগ্যের বিষয় এই যে, বাস্তবে করোনায় অন্যান্য দেশগুলির মধ্যে সবথেকে খারাপ অবস্থা ভারতের।

করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশের শোচনীয় অবস্থা নিয়ে আগেও কেন্দ্রকে বিঁধেছেন পেশাদার এই ভোট কুশলী। প্রথম পর্যায় লকডাউনের পর দেশে করোনা পরিস্থিতি যখন কিছুটা নিয়ন্ত্রনে তখন কেন্দ্রের তরফে দাবি করা হয়, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ করোনা যুদ্ধে জয়লাভ করেছে। আগের একটি ট্যুইটে এই নিয়ে মোদী সরকারকে তীব্র কটাক্ষ করেন তিনি। দেশে অক্সিজেনের সঙ্কট নিয়েও কেন্দ্রের তীব্র সমালোচনা করেন পিকে।

দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। একাধিক রাজ্যে কার্যত স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। অক্সিজেনের হাহাকার দেখা দিয়েছে গোটা দেশজুড়ে। আকাশছোঁয়া সংক্রমণের জেরে নির্বাচন কমিশনকে তীব্র ধিক্কার জানিয়েছে মাদ্রাসা হাইকোর্ট। অন্যদিকে অক্সিজেনের সঙ্কট নিয়েও কেন্দ্রকে কয়েকদিন আগে তুলোধোনা করেছে দিল্লি হাইকোর্ট। এই পরিস্থিতিতে দেশের বেহাল অবস্থা নিয়ে ফের একবার ট্যুইটারে সরব হলেন পেশাদার ভোট কুশলী।

Comments are closed.