এক লাফে ২৬৬ টাকা, আবার বাড়ল বাণিজ্যিক LPG-র দাম 

এবার একলাফে অনেকটা দাম বাড়ল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। সপ্তাহের প্রথম দিনে বাণিজ্যিক কাজে ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৬৬ টাকা। যার জেরে রীতিমতো মাথায় হাত পড়েছে ব্যবহারকারীদের। 

নয়া দাম সোমবার থেকে কার্যকর হবে। মূল্যবৃদ্ধির জেরে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয়েছে, ২,০৭৩ টাকা ৫০ পয়সা। দেশের রাজধানী দিল্লিতে এদিন বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে, ২ হাজার টাকা ৫০ পয়সা আগে যা ছিল ১৭৩৪ টাকা। সেই সঙ্গে মুম্বাইয়ে এদিন বাণিজ্যিক সিলিন্ডার দাম ১,৬৮৩ টাকা থেকে বেড়ে ১,৯৫০ টাকা হয়েছে। যদিও স্বস্তির খবর, দেশের পেট্রোলিয়াম সংস্থাগুলি দাম না বাড়ানোয় দেশীয় এলপিজি সিলিন্ডারের দাম বাড়েনি। 

এদিকে রুটিন মেনে এদিনও পেট্রোল-ডিজেলের দাম বেড়েছে। ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার পেট্রোল এবং ডিজেলের দাম বেড়েছে লিটারপ্রতি ৩৫ পয়সা করে। কলকাতায় এদিন পেট্রোলের দাম হয়েছে ১১০ টাকা ১৫ পয়সা। ডিজেলের দাম হয়েছে ১০৬টাকা ৩৫ পয়সা। 

Comments are closed.