এক ধাক্কায় ১২ শতাংশ; ১ এপ্রিল থেকে দাম বাড়ছে জীবনদায়ী ওষুধের 

মূল্য বৃদ্ধির বাজারে নতুন ধাক্কা। এবার দাম বাড়ছে জীবনদায়ী ওষুধের। তাও আবার এক ধাক্কায় প্রায় ১২ শতাংশ দাম বাড়ছে জরুরী ওষুধের। ফলে স্বাভাবিক কারণেই ফের কিছুটা চাপ বাড়ল মধ্যবিত্তের। 

কেন্দ্রের ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি প্রতিবছর ওষুধের পাইকারি মূল্য নির্ধারণ করে। জানা গিয়েছে, আগামী অর্থবছরে ব্যথা, জ্বর, ইনফেকশন, ডায়বেটিস, উচ্চ রক্তচাপ, চর্মরোগ সহ একাধিক জরুরি ওষুধের দাম বাড়তে চলেছে। গত বছরও ওষুধের দাম বেড়েছিল। তবে সেটা ১-২%। তবে নতুন আর্থিক বছরে এক ধাক্কায় দাম বাড়ছে ১২%। 

জানা গিয়েছে, দামের নিয়ন্ত্রণে থাকা ৯০০ ওষুধের দাম একলাফে ১২% বেড়েছে। যেখানে দামের নিয়ন্ত্রণের বাইরে থাকা ওষুধের দাম ১০% বাড়তে চলেছে বলে খবর। 

এমনিতেই দিনের পর দিন চিকিৎসার খরচ আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। অনেক মধ্যবিত্তই এখনও চিকিৎসা মানেই বেসরকারি হাসপাতালকেই বেশি ভরসা করেন। তাতেও বিস্তর খরচ হয়। এর মধ্যেও জ্বর সর্দি কাশির মতো সাধারণ রোগের ওষুধেরও দাম বাড়ায় চিন্তার ভাঁজ মধ্যবিত্তের কপালে। 

Comments are closed.