সাড়ে ৯ হাজার কেজির অশোক স্তম্ভের উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, দেখুন ছবি

নয়া সংসদ ভবনের মাথায় বসেছে বিশালাকার অশোক স্তম্ভ। সোমবার এর উম্মোচন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নয়া এই অশোক স্তম্ভের ওজন সাড়ে ৯ হাজার কেজি। সাড়ে ৬ মিটার দীর্ঘ এই অশোক স্তম্ভ। অশোক স্তম্ভটিকে স্টিলের একটি ফ্রেম সাপোর্ট দিচ্ছে, সেটির ওজন প্রায় সাড়ে ৬ হাজার কেজি।

রাজধানী নয়াদিল্লিতে বর্তমান সংসদ ভবনের কাছেই তৈরি হচ্ছে নতুন সংসদ ভবন। সেই সংসদ ভবনের মাথাতেই বসানো হয়েছে দেশের জাতীয় প্রতীক অশোক স্তম্ভ। এদিন নয়া সংসদ ভবনে যান মোদী। তিনি কথা বলেন, নতুন সংসদ ভবন নির্মাণের কাজে যুক্ত কর্মীদের সঙ্গে।  অশোক স্তম্ভটি নির্মাণের জন্য আটটি ধাপে কাজ হয়েছে।

এদিন ফেসবুকে নিজেই অশোক স্তম্ভ উদ্বোধনের ছবি পোস্ট করেন প্রধানমন্ত্রী। মোদীকে একটি পুজোতেও অংশ নিতে দেখা যায়। উল্লেখ্য, নতুন সংসদ ভবন (সেন্ট্রাল ভিস্তা প্রকল্প)এর কাজ এই বছরের মধ্যে শেষ করার কথা আছে।

স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে ২০২২ সালের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। ২০২০ সালের ১০ ডিসেম্বর নতুন সংসদ ভবনের ভূমিপূজা ও শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্তমান ভবনটি গোলাকার, আর নতুন ভবনটি হবে ত্রিভূজ আকৃতির। পুরোনো ভবনের চেয়ে আকার-আকৃতিতেও বড় হবে নতুন ভবন। সেখানে ১,৪০০ এমপি’র বসার আসন থাকবে।

Comments are closed.