পুজো কার্নিভ্যাল: সকাল থেকে বন্ধ যান চলাচল, নিরাপত্তায় বেষ্ঠনীতে মুড়ে ফেলা হয়েছে রেড রোড 

কলকাতা পুলিশের তরফে আগেই নোটিস দেওয়া হয়েছিল। সেই মতো পুজো কার্নিভ্যাল উপলক্ষ্যে শুক্রবার সকাল ৯টা থেকে রেড রোডে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সমস্ত এলাকাটিকে আঁটসাঁট নিরাপত্তা বেষ্ঠনীতে মুড়ে ফেলা হয়েছে। মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ।

জানা গিয়েছে, এদিন ১০০টিরও বেশি পুজো এই কার্নিভ্যালে অংশগ্রহন করতে চলেছে। শোভাযাত্রা শুরু হবে বিকেল চারটে থেকে। বেলা ১২টা থেকেই পুজো কমিটিগুলি মণ্ডপ থেকে রেড রোডের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে।

লালবাজার সূত্রে খবর, কার্নিভ্যালের জন্য শুধু রেড রোডেই ৫০০ পুলিশ মোতায়েন করা থাকছে। এছাড়াও ১৬ জন ডিসি পদমর্যাদার আধিকারিক এবং ৮ জন জয়েন্ট সিপি পদমর্যাদার আধিকারিক দায়িত্বে থাকছেন। সেই সঙ্গে রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য প্রায় ২ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।

কার্নিভ্যল দেখে যাতে নির্বিঘ্নে বাড়ি ফেরা যায়, সে কারণে এদিন ধর্মতলা থেকে প্রায় ২৩টি রুটে বিশেষ বাস চালানো হবে। বাসগুলো মধ্যরাত পর্যন্ত চলবে। পাশাপাশি থাকছে বিশেষ মেট্রোও। সব মিলিয়ে দশমী পেরোলেও উৎসবের মেজাজে শহর কলকাতা।

Comments are closed.