কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বিমানে মাঝ আকাশে যান্ত্রিক গোলযোগ। নাশকতার চেষ্টা বলে দাবি করা হল কংগ্রেসের পক্ষ থেকে। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সফর সঙ্গী কুশল বিদ্যার্থী পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেন। সংবাদ সংস্থাকে বিদ্যার্থী জানিয়েছেন, আসন্ন বিধানসভার নির্বাচনী প্রচারের জন্য রাহুল গান্ধী ও তাঁর তিন সফরসঙ্গী বৃহস্পতিবার একটি বিশেষ বিমানে কর্ণাটকের উদ্দেশ্যে সকাল সাড়ে নটা নাগাদ রওনা দেন দিল্লি বিমানবন্দর থেকে। সকাল পৌনে এগারোটা নাগাদ হুবলি বিমানবন্দরের মাটি ছোঁয়ার আগেই একদিকে হেলে যায় ওই বিশেষ বিমানটি। বিমানের ইঞ্জিন থেকে বিচিত্র শব্দ হতে থাকে। পাইলট কিছুতেই বিমানের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারছিলে না। রাহুল গান্ধীসহ বাকি যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। শেষ পর্যন্ত বারদুয়েকের চেষ্টায় বিমানটি রানওয়ের মাটি ছুঁতে সক্ষম হয়। এই ঘটনার পিছনে নাশকতার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।