রামলীলা ময়দান থেকে বিজেপির বিরুদ্ধে সুর চড়ানোর দিনই আদালতে অস্বস্তি রাহুল-সোনিয়ার

ভারত বনধের দিন দিল্লির রামলীলা ময়দান থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। চার বছরের সময়কালে বিজেপি সরকার সব অর্থেই কংগ্রেসকে ছাপিয়ে গিয়েছে বলে কটাক্ষ করে রাহুল গান্ধী বলেন, টাকার দামের রেকর্ড পতন হয়েছে, পেট্রোপণ্যের দামের রেকর্ড বৃদ্ধি হয়েছে এই সরকারের আমলে। পাশাপাশি দেশের তৈরি হয়েছে ঘৃণার পরিবেশ। মানুষে মানুষে বিভেদ তৈরি করেছে বিজেপি। সেই সঙ্গে নোটবন্দি নিয়েও মোদীর তীব্র সমালোচনা করেন রাহুল গান্ধী।
এদিকে রামলীলা ময়দান থেকে কংগ্রেস সভাপতি যখন কেন্দ্রীয় সরকারকে এক হাত নিচ্ছেন, সেদিনই তাঁর এবং সোনিয়া গান্ধীর অস্বস্তি বাড়িয়ে দিল্লি হাইকোর্ট জানিয়ে দিল, আয়কর দফতর তাঁদের বিরুদ্ধে পুরনো আয়কর রিটার্নের ফাইল নতুন করে খতিয়ে দেখতে পারবে। এই বিতর্কের সূত্রপাত এবছর মার্চ মাসে। আয়কর দফতর রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীকে নোটিশ দিয়ে জানায়, তাঁদের ২০১১-১২ সালের আয়কর রিটার্নের ফাইল ফের খতিয়ে দেখা হবে। তারই বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে আবেদন করেছিলেন কংগ্রেস নেতা অস্কার ফার্নান্ডেজ। সোমবার সেই আবেদন খারিজ করে হাইকোর্ট জানিয়েছে, আয়কর দফতর চাইলে পুরনো ফাইল রিভিউ করতেই পারে।

Comments are closed.