রেলের শৌচাগারের জল দিয়ে চা-কফি বানানোয় ঠিকাদার সংস্থাকে এক লক্ষ টাকা জরিমানা রেলের।

ট্রেনের শৌচাগারের জল দিয়ে চা ও কফি তৈরির অভিযোগে ঠিকাদার সংস্থাকে এক লক্ষ টাকার জরিমানা করল ভারতীয় রেল। ঘটনাটির সূত্রপাত বেশ কিছুদিন আগে ভাইরাল হওয়া একটি ভিডিয়োকে কেন্দ্র করে। যেখানে দেখা যাচ্ছে, সেকেন্দ্রাবাদ ষ্টেশনে চেন্নাই-হায়দরাবাদ চার্মিনার এক্সপ্রেসের শৌচাগার থেকে কয়েকজন হকারকে চা-কফির পাত্র হাতে বেরোচ্ছেন। এই ভিডিও প্রকাশের পরই প্রশ্ন ওঠে, ওই হকাররা কেন ট্রেনের বাথরুমে ঢুকেছিলেন? এরপরই গোটা বিষয়টির তদন্তের ভার নিয়েছে সাউথ-সেন্ট্রাল রেলওয়ে। রেল সূত্রে জানানো হয়েছে, এক লক্ষ টাকা অভিযুক্ত ঠিকাদার সংস্থাকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি আইআরসিটিসির সঙ্গে চুক্তির মাধ্যমে যুক্ত হওয়া সমস্ত ঠিকাদার সংস্থার লাইসেন্স প্রদানের ক্ষেত্রে আরও কড়া ব্যবস্থা নেওয়া হবে। জানা গিয়েছে, ঘটনার পরিপ্রক্ষিতে সেকেন্দ্রাবাদ স্টেশনে হকারদের বিরুদ্ধে অভিযান চালায় সাউথ-সেন্ট্রাল রেলওয়ে। ঘটনায় অভিযুক্ত হকারদের সরিয়ে দেওয়া হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.