কিছুটা বিরতি নিলেও মঙ্গলবার দিনভর বৃষ্টি; কয়েকটি জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস 

মঙ্গলবার সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি। বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টির পরিমাণও বেড়েছে। মাঝে কিছুক্ষণ বিরাম দিলেও এদিন দিনভর বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। এমনটাই জানাচ্ছে হওয়া অফিস। পাশপাশি কোনও কোনও জেলায় ভারী বৃষ্টিরও সম্ভবনা রয়েছে।

হওয়া অফিসের তরফের বলা হয়েছে, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতা সহ বাকি জেলাগুলোতেও। জানা গিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে।  যার জেরে মঙ্গলবার দিনভর বৃষ্টির পূর্বাভাস রয়েছে।  

এদিন দক্ষিণবঙ্গে সারাদিনই প্রায় রোদের দেখা মিলবে না। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি থাকায় আদ্রতা জনিত অস্বস্তিও বজায় থাকবে। মাঝের কয়েকদিন জোড়া নিম্নচাপের জেরে কিছুটা বৃষ্টির দাক্ষিণ্য পেয়েছে দক্ষিনবঙ্গ। ওই কয়েকদিন বাদ দিলে বর্ষাতেও কার্যত বৃষ্টিহীন ছিল দক্ষিনবঙ্গ। 

Comments are closed.