চেনা ছন্দে ফিরেছে বর্ষা; দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস, বইবে ঝোড়ো হওয়া

দক্ষিণবঙ্গে বৃষ্টির অভাব অনেকটাই ঘুঁচেছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে গত কয়েকদিন বেশ চেনা ছন্দে বর্ষা ফিরেছে। কলকাতা সহ জেলায় জেলায় কার্যত সারাদিন ধরেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। নিম্নচাপ সরে গেলেও এখনই বৃষ্টি কমবে না বলে হওয়া অফিস জানিয়েছে। 

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বর্তমান নিম্নচাপটি বাংলা থেকে সরে ছত্রিশগড়-মধ্যপ্রদেশ এলাকায় অবস্থান করছে। নিম্নচাপের স্থান পরিবর্তন হলেও আগামী দু’দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভবনা রয়েছে। সোম এবং মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই লাগাতার হাল্কা থেকে মাঝারি বৃষ্টি পড়বে। সেই সঙ্গে ঘন্টায় ৪০-৫০ কিমি গতিবেগে ঝোড়ো হওয়া বইবে বলেও হওয়া অফিস সূত্রে খবর। যার জেরে উপকূলের বাসিন্দাদের সচেতন করা হয়েছে। পাশপাশি মৎসজীবীদেরও সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। 

রবিবার এবং স্বাধীনতা দিবস নিয়ে টানা ছুটি থাকায় দীঘা, মন্দারমনি সহ রাজ্যের প্রায় সব পর্যটন কেন্দ্রেই উপচে পড়ছে ভিড়। এই অবস্থায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস থাকায় স্থানীয় প্রশাসনকে বাড়তি সতর্ক থাকতে বলে হয়েছে। বিশেষ করে দীঘা, মন্দারমনির মতো জায়গাগুলোতে। 

Comments are closed.