দুপুরের ঝড়, বৃষ্টিতে লণ্ডভণ্ড কলকাতা। দেশে বর্ষা ঢুকছে ২৯ শে মে।

শুক্রবার দুপুরে ঘন্টাখানেকের ঝড়-বৃষ্টিতে লণ্ডভণ্ড হল কলকাতাসহ দক্ষিণ বঙ্গ। এদিন দপুরে কলকাতা, হাওড়া, হুগলি এবং দুই ২৪ পরগনায় জোড়া কালবৈশাখীর ফলে ব্যপক ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি হয়। পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানেও ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।  আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দুপুর সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে কালবৈশাখী দুটি আছড়ে পড়ে। এই ফলে শহরের বিভিন্ন জায়গায় রাস্তায় গাছ পড়ে যান চলাচল ব্যাহত হয়। তবে এই ঝড়-বৃষ্টির ফলে তাপমাত্রা অনেকটাই কমে যাওয়ায় স্বস্তি পেয়েছেন শহরবাসী।

এদিকে, আগামী  ২৯শে মে দক্ষিণ কেরালাতে প্রবেশ করতে চলেছে বর্ষা। শুক্রবার মৌসম ভবন থেকে এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে। সাধারণত কেরলে বর্ষা প্রবেশ করে পয়লা জুন, সারা দেশে আরও কয়েক দিন পরে। আবহাওয়াবিদদের বক্তব্য, চলতি বছরে নির্দিষ্ট সময়ের আগেই বর্ষা কেরলে প্রবেশ করার জন্য, সারা দেশেও তাড়াতাড়ি বৃষ্টি শুরু হয়ে যাবে। এর ফলে অন্যান্য বছরের তুলনায় এবার ফসলের ফলন বেশি হবে বলে আশা প্রকাশ করেছেন আবহবিদরা।

Leave A Reply

Your email address will not be published.