রবিবাসরীয় বৃষ্টিতে ভিজল শহর

রবিবার সকাল থেকেই ছিল আকাশের মুখ ভার। এদিন সকালের দিকে মিনিট কয়েক বৃষ্টি হলেও তা ভ্যাপসা গরম থেকে রেহাই দিতে পারেনি শহরবাসীকে। টানা দু, তিন দিনের তীব্র দাবদাহের পর রবিবার সকালের এই ছিটেফোঁটা বৃষ্টিতে মনও ভরেনি কলকাতাবাসীর। তাই অপেক্ষা থেকেই যাচ্ছিল। কখন নামবে বৃষ্টি।

অবশেষে শহরবাসীর চাতকের ন্যায় অপেক্ষার শেষে রবিবার দুপুরের পর আকাশ কালো করে শহর জুড়ে ঝমঝমিয়ে নামে বৃষ্টি। এদিন দুপুরের পর কলকাতা এবং শহরতলি জুড়ে মাঝারি থেকে ভারি বৃষ্টি শুরু হয়। তার সঙ্গে টানা বর্জ্রপাত। দুপুরেই জ্বলে ওঠে রাস্তার আলো, গাড়ির হেডলাইট। টানা বৃষ্টিতে কোথাও কোথাও জলও দাঁড়িয়ে যায়। অনেকটাই কমে কলকাতা ও সংলগ্ন অঞ্চলের তাপমাত্রা। টানা অস্বস্তিকর গরমের হাত থেকে রেহাই পান সকলে। এদিন কলকাতার কিছু কিছু জায়গা থেকে শিলা বৃষ্টিরও খবর মিলেছে।

Leave A Reply

Your email address will not be published.