‘সাংবাদিকতাকে যেখানে নামিয়েছেন, আর নামাবেন না,’ অর্ণবকে বেনজির আক্রমণ রাজদীপের! পিছনে কি রাজনৈতিক লড়াই

বেনজির সংঘাত ও বিতণ্ডায় দেশের দুই প্রধান সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এবং রিপাবলিক টিভি। আরও নির্দিষ্টভাবে বললে তীব্র সংঘাতে রাজদীপ সরদেশাই-অর্ণব গোস্বামী।
লাইভ শোয়ে এক চ্যানেলের সিনিয়র অ্যাঙ্কর তীব্র আক্রমণ শানালেন অন্য চ্যানেলের প্রধান অ্যাঙ্কর তথা অন্যতম কর্ণধারকে। যা নজিরবিহীন তো বটেই, বিশেষজ্ঞরা এর মধ্যে রাজনীতিরও গন্ধও পাচ্ছেন।
সম্প্রতি ইন্ডিয়া টুডের নিউজ অ্যাঙ্কর ও সাংবাদিক রাজদীপ সরদেশাই ‘মার্ডার থিওরি ট্রায়াল বাই মিডিয়া’ নামে একটি অনুষ্ঠান পরিচালনা করেন। সেখানে রিপাবলিক টিভির অন্যতম কর্ণধার, সাংবাদিক ও নিউজ অ্যাঙ্কর অর্ণব গোস্বামী ‘বানানা রিপাবলিক চ্যানেল’ চালাচ্ছেন বলে তীব্র আক্রমণ শানান তিনি। লাইভ টিভিতেই অর্ণবের বিরুদ্ধে তাঁর বিস্ফোরক অভিযোগ, টিআরপি-র দৌড়ে সাংবাদিকতার পেশাকেই নীচু স্তরে নামিয়ে এনেছেন তিনি।
সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুকে খুন বলে দাবি করে লাগাতার শো করে গিয়েছেন রিপাবলিক টিভির নিউজ অ্যাঙ্কর অর্ণব গোস্বামী। তাঁর আক্রমণের কেন্দ্রে ছিলেন বলিউডের অনেক তারকা থেকে মহারাষ্ট্র সরকার ও মুম্বই পুলিশ। সেই সঙ্গে প্রতিদ্বন্দ্বী চ্যানেলগুলিরও রোজ মুণ্ডপাত করেছেন অর্ণব। কিন্তু সম্প্রতি AIIMS এর বিশেষজ্ঞরা তাঁদের রিপোর্টে জানিয়েছেন, খুন নয়, আত্মহত্যাই করেছিলেন অভিনেতা সুশান্ত সিংহ। যা নিয়ে রাজদীপ সরদেশাইয়ের পালটা আক্রমণের মুখে পড়লেন অর্ণব।
নিজের টিভি শো থেকে প্রতিদ্বন্দ্বী নিউজ চ্যানেলের সাংবাদিককে রাজদীপের খোঁচা, ‘বানানা রিপাবলিক চ্যানেল’ চালাচ্ছেন অর্ণব গোস্বামী। তিনি বলেন, রিয়া চক্রবর্তীর সাক্ষাৎকার নেওয়ায় এবং আরও বহু সময় আমাকে টার্গেট করা হয়েছে। তবে আজ আমি বলতে বাধ্য হচ্ছি, আপনি এমন একটি চ্যানেল চালান, যা ইচ্ছাকৃতভাবে মিডিয়া ট্রায়াল করে। সাংবাদিকতাকে যে স্তরে আপনি নামিয়ে এনেছেন, আর নামাবেন না। কারণ,এটা সাংবাদিকতা নয়, মত রাজদীপের।
এতেই না থেমে রাজদীপ যোগ করেন, গত আড়াই মাস চুপ ছিলাম এবং আপনার রেটিং পাওয়ার উদ্দেশ্য নিয়ে বাজে বকা শুনছিলাম। টিআরপিএ’র চেয়েও আরও গুরুত্বপূর্ণ কিছু জিনিস আছে বন্ধু, একে বলে টেলিভিশন রেসপেক্ট পয়েন্ট।
গত মাসে ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল বা BARC’এর দেওয়া রেটিং পয়েন্ট তুলে ধরে ইন্ডিয়া টুডে সংবাদমাধ্যমকে সোশ্যাল মিডিয়ায় তীব্র ব্যঙ্গ করে রিপাবলিক টিভি। সংশ্লিষ্ট চ্যানেলের অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে নিজেদের এক নম্বর দাবি করে ইন্ডিয়া টুডে গ্রুপের মালিক অরুণ পুরীকে ট্যাগ করে কীভাবে তাঁরা টিআরপি বাড়াবেন, তার টিপস দেওয়া হয়। সেই ট্যুইটে রাজদীপ সরদেশাইকে ইঙ্গিত করে রিপাবলিক টিভি এও লেখে যে, সোশ্যাল মিডিয়ায় সময় কাটালে দর্শকদের বিশ্বাস অর্জন করা যায় না।
এর মধ্যে সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর ঘটনা নিয়ে রীতিমতো সম্মুখ সমরে নেমে পড়ে দুই নিউজ চ্যানেল। ইন্ডিয়া টুডে যখন সুশান্তের বান্ধবী অভিনেত্রী রিয়া চক্রবর্তীর সাক্ষাৎকার নিয়েছে, এই মৃত্যুকে নিয়ে রাজনীতি হচ্ছে বলে বিজেপিকে নিশানা করছে, রিপাবলিক টিভি তখন রিয়াকে সুশান্ত মৃত্যুর জন্য একপ্রকার দায়ী ঘোষণা করে দিয়েছে। সেই সঙ্গে মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরের সরকার, বলিউডের ড্রাগ মাফিয়া ইত্যাদি নানা বিষয় নিয়ে সংবাদ পরিবেশন করে গিয়েছেন অর্ণব গোস্বামী।
এর আগেও অবশ্য একাধিকবার সোশ্যাল মিডিয়ায় বিতণ্ডায় জড়িয়েছে দুই সাংবাদিক। কয়েক মাস আগেই দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে এক কিশোরের গুলি চালানোর ঘটনাকে মিথ্যেভাবে উপস্থাপন করার জন্য অর্ণবের চ্যানেলকে অন্তত ৬ মাসের জন্য সাসপেন্ড করা উচিত বলে ট্যুইট করেছিলেন সারদেশাই। তবে এবার যেভাবে এবং যে ভাষায় লাইভ টিভি শোয়ে প্রতিদ্বন্দ্বী চ্যানেল ও তাঁর প্রধান অ্যাঙ্করের নাম নিয়ে আক্রমণ করলেন আর এক চ্যানেলের প্রধান অ্যাঙ্কর, সাম্প্রতিক অতীতে তা নজিরবিহীন। তাই সোশ্যাল মিডিয়াতেও এখন হট টপিক সারদেশাইয়ের এই আক্রমণ বার্তা।

Comments are closed.