বিহার, উত্তর প্রদেশে মাফিয়া রাজ চলছে স্বীকার করার জন্য দিলীপ ঘোষকে ধন্যবাদ, হিন্দিতে ট্যুইট অভিষেকের

মণীশ শুক্লার হত্যা নিয়ে মন্তব্য করতে গিয়ে সেমসাইড গোল করে বসেছিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। বলে ফেলেছিলেন, উত্তর প্রদেশ, বিহারের মতোই বাংলাতেও মাফিয়া রাজ চলছে। এই মন্তব্য নিয়ে এবার দিলীপ ঘোষকে কটাক্ষ ছুঁড়ে দিলেন অভিষেক ব্যানার্জি। ট্যুইটে ডায়মন্ড হারবারের সাংসদের খোঁচা, দিলীপ ঘোষকে অসংখ্য ধন্যবাদ এটা স্বীকার করা জন্য যে তাঁর পার্টির দখলে থাকা উত্তর প্রদেশ ও শরিকের দখলে থাকা বিহারে বহাল তবিয়তে মাফিয়া রাজ কায়েম রয়েছে।

টিটাগড়ে বিজেপিতে যোগ দেওয়া তথা অর্জুন সিংহ ঘনিষ্ঠ মণীশ শুক্লার খুনের ঘটনা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। বিজেপির অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরাই খুন করেছে মণীশ শুক্লাকে। আবার তৃণমূলের ইঙ্গিত বিজেপিরই গোষ্ঠী দ্বন্দ্বের দিকে। তৃণমূল নেতা তথা রাজ্যের প্রভাবশালী মন্ত্রী ফিরহাদ হাকিম দাবি করেছেন, বিজেপিতে তিতিবিরক্ত মণীশ শুক্লা তৃণমূলে ফিরতে মরিয়া হয়ে উঠেছিলেন। তাই কি তাঁকে চক্রান্ত করে সরিয়ে দিল বিজেপি? প্রশ্ন ফিরহাদের। এই পরিস্থিতিতে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মমতা ব্যানার্জিকে নিশানা করতে নেমেছিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। আর তা করতে গিয়েই বেমালুম ভুলে গেলেন, যে দুই রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি নিয়ে তিনি বাংলাকে নিশানা করতে চাইছেন, সেই বিহার ও উত্তর প্রদেশ বিজেপি শাসিত। এই প্রেক্ষিতেই এবার দিলীপ ঘোষের বেফাঁস মন্তব্যের সূত্র ধরে তাঁকে কটাক্ষ করলেন যুব তৃণমূল সভাপতি অভিষেক।

Comments are closed.