কাকে দালাল বলছেন স্পষ্ট করুন, উনি নিজে অন্য কোনও দলের দালাল নন তো? দিলীপকে পালটা কটাক্ষ রাজীবের 

সোমবার কলকাতায় ফিরেছেন রাজীব ব্যানার্জি। আর বিমানবন্দরে নেমেই রাজ্য বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন সদ্য প্রাক্তন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য। সেই সঙ্গে একটি ফেসবুক পোস্টের পরিপ্রেক্ষিতে তীব্র আক্রমণ শানিয়েছেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষকেও। 

বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে উদ্দেশ্য করে এদিন রাজীব বলেন, উনি কাকে দালাল বলছেন? সেটা স্পষ্ট করুন। তারপরেই তাঁর কটাক্ষ উনি নিজে অন্য কোনও দালাল নন তো ? রাজীবের ব্যাখ্যা, ভোটের মুখে দিলীপ ঘোষ সহ বেশ কিছু রাজ্য নেতৃত্বের বিতর্কিত মন্তব্যের জেরে বাংলায় বিজেপি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সূত্রেই তিনি দিলীপ ঘোষকে উদ্দেশ্যে করে বলেন, উনি যেভাবে কথাবার্তা বলেন, তাতে নিজে অন্য কোনও দলের দালাল নয়তো? 

সেই সঙ্গে রাজীব আরও বলেন, উনি কাকে দালাল বলছেন, সেটা স্পষ্ট করুন। তৃণমূল থেকে তো শুভেন্দু অধিকারী, অর্জুন সিংহ, সৌমিত্র খাঁ সহ অনেকেই বিজেপিতে গিয়েছেন। 

উল্লেখ্য, রাজীব দল ছাড়তেই তাঁকে তীব্র আক্রমণ শানিয়ে রবিবার একটি ফেসবুক পোস্ট করেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। ফেসবুক পোস্টে তিনি লেখেন, অনেক দালাল নির্বাচনের আগে আমাদের দলে ঢুকে গিয়েছিলেন। কিছুজন গিয়েছেন, কিছু এখনও রয়েছেন। তাঁরা উৎপাত করছেন। সবাইকে বাদ দেব। এরা চায় না বিজেপি শক্তিশালী হোক। আর এদিন কলকাতায় ফিরেই দিলীপের কটাক্ষের পালটা দিলেন রাজীব। 

Comments are closed.