জল্পনা সত্যি, রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী সুস্মিতাই

মানস ভুইঁয়ার ছেড়ে যাওয়া আসনে প্রার্থী ঘোষণা তৃণমূলের। রাজ্যসভায় তৃণমূল প্রার্থী করল সুস্মিতা দেবকে। এই আসনে ভোট হবে ৪ অক্টোবর। মঙ্গলবার সর্বভারতীয় তৃণমূলের পক্ষ থেকে টুইট করে এই কথা জানানো হয়। গত মাসেই অসমের শিলচরের প্রাক্তন এই কংগ্রেস সাংসদ তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির হাত ধরে তৃণমূলে যোগ দেন৷

বাংলার গণ্ডী ছাড়িয়ে ত্রিপুরা ও অসমে দলের সংগঠন পোক্ত করতে চাইছে তৃণমূল৷ ত্রিপুরার পাশাপাশি অসমের বাঙালিদের মধ্যে তৃণমূলনেত্রী মমতা ব্যানার্জির জনপ্রিয়তা রয়েছে৷ এদিন টুইটে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়, নারীর ক্ষমতায়ন এবং রাজনীতিতে তাঁদের অংশগ্রহণ আমাদের সমাজকে আরও অনেক কিছু শেখাবে।

গত মে মাসে রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন মানস ভুঁইয়া। একুশের বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হন তিনি। সবং কেন্দ্র থেকে জিতে বিধায়কও হন মানস বাবু।কয়েকদিন আগেই তাঁর ছেড়ে যাওয়া রাজ্যসভার আসনে ভোট ঘোষণা করে নির্বাচন কমিশন। ৪ অক্টোবর ভোটগ্রহণের পর বিকেল ৫টায় ভোট গণনা।

Comments are closed.