জানুয়ারিতেই রামমন্দিরের উদ্বোধন; তারিখ জানিয়ে দিল রামমন্দির ট্রাস্ট

২০২৪-এর লোকসভা নির্বাচনের আগেই অযোধ্যার রামমন্দিরের উদ্বোধন হয়ে যাবে। এমন একটা জল্পনা ছিলই। শোনা যাচ্ছিল আগামী বছরের শুরুতেই রামমন্দির দরজা খুলে যাবে। সেই জল্পনাতেই সিলমোহর পড়ল। মঙ্গলবার অযোধ্যায় শ্রীরামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দিলেন রামমন্দির উদ্বোধনের দিন। সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জানুয়ারির ২২ তারিখ রাম মন্দিরের উদ্বোধন হবে। এবং ২০ থেকে ২৪ জানুয়ারির মধ্যে কোনও শুভ মুহূর্তে বিগ্রহে ‘প্রাণপ্রতিষ্ঠা’ করা হবে। 

দেশের রাজনৈতিক মহলের তরফে মনে করা হয়েছিল, লোকসভা ভোটের আগেই রামমন্দিরের নির্মাণ কাজ শেষ করে ফেলতে চায় মোদী সরকার। ভোটের আগেই উদ্বোধন হতে পারে মন্দিরের। চলতি বছরের আগস্ট মাসে ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছিল, জামুয়ারির মধ্যেই যাতে মন্দির উদ্বোধন করা যায়, সেই লক্ষ্যে জোরকদমে কাজ চলছে। ১৫ জামুয়ারি থেকে ২৪ জানুয়ারির মধ্যে যে কোনও একটি দিন উদ্বোধন করা হতে পারে বলেও জল্পনা ছিল। অবশেষে তাতেই সিলমোহর দিল রামমন্দির নির্মাণ ট্রাস্ট। উল্লেখ্য, ২০২০ সালের ৫ অগস্ট অযোধ্যায় রামমন্দিরের শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানেও প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। 

Comments are closed.