অযোধ্যায় শুরু রাম মন্দির তৈরির কাজ, অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাবেন মানুষ, দাবি প্রধান পুরোহিতের

শুরু হয়ে গেল অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ। মঙ্গলবার রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের চেয়ারম্যান মোহন্ত নৃত্যগোপাল দাস রামলালার অস্থায়ী মন্দিরে প্রণাম জানিয়ে বলেন, আজ থেকেই শুরু হল রাম মন্দির তৈরির কাজ।

ইংরেজি খবরের চ্যানেল টাইমস নাও এর প্রতিবেদন বলছে, নির্মাণ কাজ শুরুর আগে মোহন্ত, যিনি রাম জন্মভূমি ন্যাসের প্রধান ছিলেন, মঙ্গলবার সকালে পুজো দেন অযোধ্যার অস্থায়ী রাম মন্দিরে।

প্রসঙ্গত, দীর্ঘ ২৭ বছর পরে, ভগবান রাম লালাকে অযোধ্যার অস্থায়ী মন্দিরের বাইরে স্থানান্তরিত করা হয়েছে। গত ২৫ মার্চ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপস্থিতিতে পালকি করে রাম লালার মূর্তি মানস ভবনে স্থানান্তরিত করা হয়। ফাইবারের তৈরি অস্থায়ী এই মন্দিরের কাঠামো পুরোপুরি বুলেটপ্রুফ।

গত বছরের ৯ নভেম্বর ঐতিহাসিক অযোধ্যা মামলার রায় দেয় সুপ্রিম কোর্ট। পাঁচ বিচারপতির সর্বসম্মত রায়ে অযোধ্যার বিতর্কিত ২.৭৭ একর জমি পায় রামলালা। শীর্ষ আদালতের নির্দেশে সেখানেই তৈরি হচ্ছে রাম মন্দির। যে নির্মোহী আখড়া অযোধ্যার জমি বিতর্ক মামলায় তৃতীয় পক্ষ হিসেবে ছিল, ট্রাস্ট তৈরির বিষয়ে তাদের প্রতিনিধিত্ব দেওয়া যায় কিনা সে বিষয়ে কেন্দ্রকে বিবেচনা করতে বলে সুপ্রিম কোর্ট।

এরপরেই শুরু হয়ে যায় রাম মন্দির গড়ার তোড়জোড়। তুঙ্গে ওঠে অনুদান জোগাড়ের প্রস্তুতি। ইতিমধ্যে বিশাল আর্থিক অনুদান জোগাড় হয়ে গিয়েছে। এই নিয়ে রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস বলেন, ভগবান রামের বিশাল মন্দির নির্মাণে যে কোনও অর্থাভাব হবে না, সে বিষয়ে আমরা নিঃসন্দিহান। প্রচুর আর্থিক অনুদান আসছে। মন্দিরের বিশালতা ও কারুকাজ দেখে সবাই মুগ্ধ হয়ে যাবে, মন্তব্য রাম মন্দিরের প্রধান পুরোহিতের।

Comments are closed.