একাধিক পদে নিয়োগ বিদ্যুৎ দফতরে, কীভাবে আবেদন করবেন? জানুন বিস্তারিত 

বিদ্যুৎ দফতরের একাধিক শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্য বিদ্যুৎ দফতরে, মোট শূন্যপদের সংখ্যা ১৯৮টি। প্রায় চারটি পদের জন্য পুরুষ এবং মহিলা মিলিয়ে ১৯৮ টি পদে কর্মী নিয়োগ করা হবে।

যে যে পদে নিয়োগ হবে সেগুলি হল, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এই পদের মোট চাকরি প্রার্থী নেওয়া হবে মোট ৬১ জন। এছাড়াও জুনিয়র এক্সিকিউটিভ পদের জন্য নেওয়া হবে ৫২ জনকে। অফিস এক্সিকিউটিভ পদের জন্য নেওয়া হবে ৬০ জন এবং টেকনিশিয়ান তিন নম্বর গ্রেডের জন্য নেওয়া হবে ২৫ জনকে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লিখিত এবং ইন্টারভিউয়ের মাধ্যমে পদগুলোর জন্য যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। পুরো আবেদন প্রক্রিয়াটিই অনলাইনে হবে। সংরক্ষিত শ্রেণী ছাড়া, সাধারণ এবং ওবিসিদের অনলাইনে আবেদন ফি জমা করতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন পদের জন্য প্রার্থীদের ৩০০ থেকে ৪০০ টাকার মধ্যে আবেদন ফি ধার্য করা হয়েছে। অনলাইনেই এই ফি দিতে হবে। বিভিন্ন অনলাইন পেমেন্ট সিস্টেমের মাধ্যমে নির্দিষ্ট দিনের মধ্যে ফি দিতে হবে। আবেদন নিয়ে বিস্তারিত তথ্য রাজ্য বিদ্যুৎ পর্ষদের ওয়েবসাইটে গিয়ে পাবেন প্রার্থীরা।

Comments are closed.