রেড রোডের বর্ণাঢ্য কার্নিভ্যালে মুগ্ধ ইউনেস্কো; চোখ ধাঁধানো আয়োজনের রিপোর্ট গেল জেনিভায়

দুর্গা পুজোকে আগেই স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। এবারে কার্নিভ্যালের আয়োজন দেখেও মুগ্ধ ইউনেস্কোরা প্রতিনিধিরা। দুর্গাপুজোর এহেন উদযাপনের রিপোর্ট পাঠানো হয়েছে জেনিভায়। 

শহর এবং জেলা মিলিয়ে মোট ৯৬টি পুজো অংশ গ্রহণ করেছিল কার্নিভ্যালে। বর্ণাঢ্য এই শোভাযাত্রা দেখতে রেড রোডে হাজির ছিলেন অসংখ্য মানুষ। প্রতিটি পুজোর থিমও ছিল অত্যন্ত চমকপ্রদ। হস্তশিল্পের প্রদর্শন, সামাজিক বার্তা, পরিবেশ বাঁচানোর অঙ্গীকার প্রতিটি থিমই যেন এক বিশেষ বার্তা বহন করে এনেছিল। ধর্মের মোড়কে এক উৎসবের উদযাপনের। 

এদিনের অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রায় ১০০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী এবং অন্যান্য নেতা মন্ত্রী ছাড়াও সমাজের বিভিন্ন স্তরের মানুষ জন এদিনের কার্নিভ্যালে উপস্থিত ছিলেন। রাজ্যের একাধিক মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন, অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, ডিজি মনোজ মালব্য, পুলিশ কমিশনার বিনীত গোয়েল প্রমুখ। এছাড়াও সিনেমাপাড়ার একঝাঁক তারকাকেও দেখা গেল কার্নিভ্যালে। প্রসেনজিৎ চ্যাটার্জি থেকে শুরু করে ঋতুপর্ণা সেনগুপ্ত সহ সিনেমা সিরিয়াল মিলিয়ে একঝাঁক তারকাকে দেখা গেল এদিনের মঞ্চে। 

মহালয়া থেকেই ইউনেস্কোর প্রতিনিধিরা পুজো উপলক্ষ্যে কলকাতায় রয়েছেন। পুজোর একেবারে শেষ উদযাপনেরও স্বাক্ষী থাকলেন তাঁরা। পুজোকে কেন্দ্র করে মহাসমারোহে এই উদযাপন এই রিপোর্ট আকারে ইউনেস্কোতে পাঠানো হচ্ছে। কয়েক দিন পর একটি চূড়ান্ত রিপোর্টও পাঠানো হবে। 

Comments are closed.