শনিবার ফের জেরার ইডির জেরার মুখে রবার্ট বঢ়রা

প্রিয়াঙ্কা গান্ধী বঢরার স্বামী রবার্ট বঢরাকে শনিবার ফের জেরা করল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি)। অর্থ জালিয়াতি মামলায় বুধবার ও বৃহস্পতিবার মিলিয়ে প্রায় ১১ ঘন্টা রবার্ট বঢরাকে জেরা করে ইডি। শনিবার দিল্লির জামনগর হাউজের ইডি-র দফতরে তাঁকে তৃতীয়বারের জন্য জেরা করা হয়। সূত্রের খবর, লন্ডনে তাঁর ১২ মিলিয়ন পাউন্ডের ‘অবৈধ’ সম্পত্তি রয়েছে, এই অভিযোগে জেরার মুখে পড়তে হয়েছে ইডি-র। রবার্ট বঢরার আত্মীয় এবং অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভান্ডারি ছাড়াও এই মামলায় আরও দু’জন জড়িত আছেন বলে অভিযোগ ইডির। যদিও, রবার্ট বঢরা প্রথম থেকে অভিযোগ করে আসছেন, শুধু রাজনৈতিক ফায়দা নিতে বিজেপি তাঁকে ‘লক্ষ্য’ বানিয়েছে।
শনিবার সকাল ১০ টা ৪৫ মিনিট নাগাদ দিল্লির জামনগর হাউজের ইডি-র অফিসে পৌঁছোন রবার্ট বঢরা। বুধবার ও বৃহস্পতিবার তাঁকে ইডি-র অফিসে যাওয়ার সময় গাড়িতে তাঁর সঙ্গী ছিলেন স্ত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। তবে শনিবার কংগ্রেসের কর্মসূচি থাকায় প্রিয়াঙ্কা স্বামীর সঙ্গে যাননি।
বৃহস্পতিবার তদন্তকারী অফিসাররা রবার্টের আর এক লন্ডনবাসী আত্মীয় সুমিত চাড্ডার সঙ্গে তাঁর চিঠি চালাচালির প্রসঙ্গ তুলে জেরা করেছিলেন।

Comments are closed.