রোল কলে ছাত্র-ছাত্রীদের বলতে হবে ‘জয় হিন্দ’, নির্দেশ মধ্যপ্রদেশ সরকারের

স্কুলে রোল কলের সময় এবার প্রত্যেক পড়ুয়াকে বলতে হবে ‘জয় হিন্দ’। মঙ্গলবার এমনই নির্দেশিকা জারি করল মধ্যপ্রদেশ সরকার। স্কুল পড়ুরাদের মধ্যে জাতীয়তাবাদী ভাবনার প্রসার ঘটানোর জন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে মধ্যপ্রদেশ শিক্ষা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের সহসচিব প্রমোদ সিংহ জানিয়েছেন,’রাজ্যের এক লক্ষ ২২ হাজার সরকারি বিদ্যালয়ে এই নতুন নিয়ম বাধ্যতামূলক করা হয়েছে। এখন থেকে রোল কলের প্রত্যুত্তরে ‘ইয়েস স্যার’ বা ‘ইয়েস ম্যাম’এর বদলে বলতে হবে ‘জয়হিন্দ’। কারণ হিসেবে তিনি জানান, এই শব্দ দুটি কোনওভাবেই জাতীয়তাবাদের প্রসার ঘটাতে পারে না। তাই এর পরিবর্তন করা হয়েছে’। প্রথমে শুধুমাত্র সরকারি স্কুলেই এই নির্দেশিকার কথা বলা হলেও, এখন থেকে রাজ্যের সমস্ত বেসরকারি বিদ্যালয়ের ক্ষেত্রেও একই নিয়ম চালু হতে চলেছে। সূত্রের খবর, সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের থেকে এই বিষয়ে সবুজ সঙ্কেত পাওয়ার পরই স্কুল শিক্ষা দফতর এই পদক্ষেপ নিয়েছে। এর আগে গত ১ অক্টোবর মধ্যপ্রদেশের সাতনাতে পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চালু করা হয়েছিল। রাজ্য শিক্ষামন্ত্রী বিজয় শাহ জানিয়েছেন, ‘সরকার কর্তৃক অনুমোদিত এই নির্দেশ অমান্য করা হলে বিদ্যালয়ের স্বীকৃতি কেড়ে নেওয়া হবে’।

Leave A Reply

Your email address will not be published.