খোলনলচে বদলাচ্ছে শিয়ালদহ স্টেশনের; টিনের শেডের বদলে তৈরি হচ্ছে ‘রুফ প্লাজা’ 

অত্যাধুনিক ওয়েটিং রুম, ঝাঁ চকচকে প্ল্যাটফর্মের পর এবার রুফ প্লাজা। খোলনলচে বদলাচ্ছে শিয়ালদহ স্টেশনের। জানা গিয়েছে, শিয়ালদহ স্টেশনের ছাদে টেনের শেড সরে যাচ্ছে। তার জায়গায় তৈরি হবে রুফ প্লাজা। 

জানা গিয়েছে, অত্যাধুনিক ওই রুফ প্লাজায় কয়েকটি রেস্তরাঁও থাকছে। ট্রেনে ওঠার আগে যাত্রীরা ওই রুফ প্লাজায় বসে খাওয়া দাওয়া করতে পারবেন। অপেক্ষা করার জন্যই আদর্শ হবে এই রুফ প্লাজা। স্টেশনের ওপরে ওই রুফ প্লাজা হওয়ায় সেখানে থেকে আশেপাশের শহর দেখাও একটি বাড়তি আকর্ষণ হবে বলে দাবি রেলের। এক কথায়, পুরোপুরি বাণিজ্যিকভাবে গড়ে উঠছে শিয়ালদহ স্টেশন। 

ডিআরএম দীপক নিগম জানান, যাত্রীদের স্বাচ্ছন্দ্যর কথা মাথায় রেখে পুরোপুরি সেজে উঠবে শিয়ালদহ স্টেশন। স্টেশনের দু’দিক থেকেই ঢোকা-বেরোনোর ব্যবস্থা করা হবে। পাশাপাশি আরও একগুচ্ছ পরিকল্পনা করা হয়েছে স্টেশনের পরিকাঠামো উন্নয়নে। 

Comments are closed.