কাশ্মীরের.১২ বছরের স্কুল ছাত্রীকে জে কে রোওলিংয়ের ট্যুইট, ‘ঠিকানা দাও, উপহার পাঠাব’।

জম্মু-কাশ্মীরের ডোডা জেলার হাজি পাবলিক স্কুলের ১২ বছরের এক ছাত্রীকে হ্যারি পটার সিরিজের লেখক জে কে রোওলিংয়ের ট্যুইট। ট্যুইট করে রোওলিং ওই ছাত্রীর ঠিকানা চাইলেন, কারণ, বাচ্চাটিকে তিনি কিছু উপহার পাঠাতে চান। রোওলিংয়ের এই ট্যুইট বার্তার খবর এখন উপত্যকার বাচ্চা ছেলে-মেয়েদের ঘরে ঘরে ঘুড়ে বেড়াচ্ছে।

হাজি পাবলিক স্কুলের কুলসাম বানো ভাট কয়েকদিন আগে পরীক্ষার রচনাতে লিখেছিল, রোওলিংয়ের লেখা কীভাবে তাকে অনুপ্রাণিত করেছেন। ছাত্রীর এই লেখাটি রোওলিংকে ট্যাগ করে ট্যুইট করেন স্কুলের শিক্ষিকা। আর সঙ্গে সঙ্গেই ট্যুইটে জবাব দেন হারি পটারের স্রষ্টা। জানতে চান, ওই ১২ বছরের ছাত্রীর ঠিকানা। রোওলিংয়ের ট্যুইট জবাবে হাজি পাবলিক স্কুলে এখন রীতিমতো স্টার ছোট্ট কুলসাম। ভাবতেইপারছে না কী উপহার আসবে রোওলিংয়ের থেকে।

Leave A Reply

Your email address will not be published.