ছাড়পত্র মিললেও জানুয়ারিতেও চালু হচ্ছে না রুবি-নিউ গড়িয়া মেট্রো; কোথায় সমস্যা? 

নতুন বছরের জানুয়ারিতেই নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো চালু হয়ে যাওয়ার কথা। মেট্রোর তরফে তেমনটাই জানানো হয়েছিল। সেফটি কমিশনারের ছাড়পত্রও মিলেছিল। কিন্তু জানুয়ারিতে এই রুটে মেট্রো চালানো সম্ভব নয়। এমনকি কবে পরিষেবা চালু হবে, সে সম্পর্কে মেট্রো এখনও কিছু জানায়নি। 

মেট্রো সূত্রে খবর, এই রুটে মেট্রো চালাতে আরও এক বছর সময় লাগতে পারে। কারণ হিসেবে জানা যাচ্ছে, মেট্রো ট্র্যাক বসানোর কাজ শেষ হয়ে গেলেও স্টেশন তৈরি নিয়ে জটিলতা শুরু হয়েছে। জানা গিয়েছে, ব্যস্ত রাস্তায় যানবাহন বন্ধ করে কাজ করতে যেমন সমস্যা হচ্ছে, একই ভাবে রয়েছে জমি নিয়েও সমস্যা। 

হলদিরাম থেকে কৈখালকে সংযুক্ত করতে ২১টি স্তম্ভ বসাতে হবে। যার জন্য রাতে পাঁচ ঘণ্টা ট্রাফিক ব্লক প্রয়োজন। সেই সঙ্গে চিনারপার্কেও ফাঁকা জমি পাওয়ায় সমস্যায় হচ্ছে। এই সমস্যা না মেটার কারণে পরিষেবা চালু হতে সমস্যা হচ্ছে। আশা করা হচ্ছে এক বছরের মধ্যে এই সমস্যার সমাধান হয়ে যাবে। 

Comments are closed.