ট্রেন কি নিজে নিজেই বেলাইন হয়? রেল দুর্ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে পোস্ট রূপার 

ময়ানাগুড়িতে বিকানের-গুয়াহাটি রেল দুর্ঘটনা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে। নানা মহলে নানা আলোচনা শুরু হয়েছে। শুক্রবার রেলমন্ত্রী নিজে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে যান। এই আবহে রাজ্য সভার বিজেপি সাংসদ রূপা গাঙ্গুলির একটি ট্যুইট ঘিরে জল্পনা তৈরি হয়েছে। 

ভয়াবহ এই দুর্ঘটনার নেপথ্যের কারণ জানতে সিবিআই তদন্তের দাবি করেছেন রূপা। রেল কেন্দ্রীয় সরকারের অধীনস্ত একটি সংস্থা। পর্যবেক্ষকদের একাংশের মতে নিজের সরকারের বিরুদ্ধে সিবিআই তদন্ত চেয়ে কার্যত কেন্দ্রকেই অস্বস্তিতে ফেলেছেন বিজেপি সাংসদ। 

বৃহস্পতিবার রাতে রূপা গাঙ্গুলি একটি ফেসবুক পোস্টে লেখেন, ‘ট্রেন কি নিজে নিজেই বেলাইন হয়? সেই সঙ্গে তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ‘রেল লাইন কি বেচারা বোঝে, ভাই সামনে নির্বাচন, রেল নিয়ে অনেক বছর কোনও বাজে খবর হয়নি। মানুষের প্রাণ নিয়ে ছেলেখেলা।’ এর পরেই তাঁর সংযোজন ‘সিবিআই তদন্ত প্রয়োজন।’ 

এদিন রেলমন্ত্রী অশ্বিন বৈষ্ণব জানান, কী কারণে দুর্ঘটনা হয়েছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে। রেলমন্ত্রীর সঙ্গে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যানও রয়েছেন। এছাড়াও রেলের ডিজি (সেফটি) রয়েছেন। এই মুহূর্তে রূপার সিবিআই তদন্ত চাওয়া নিয়ে নানান আলোচনা শুরু হয়েছে। 

উল্লেখ, কলকাতা পুরভোটের সময় থেকেই প্রকাশ্যে বিজেপি সাংসদ এমন সব মন্তব্য করেছেন যাতে গেরুয়া শিবিরের অস্বস্তি বেড়েছে। আর তারমধ্যেই এদিন ফের একবার তাঁর মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে বলে অনেকে মনে করছেন। 

Comments are closed.