আফগানিস্তানে তালিবানরাজ ভারতের স্বাধীনতা সংগ্রামের সমান, বিতর্কে ইউপির সপা সাংসদ

তালিবানদের আফগানিস্তান দখল, ভারতের স্বাধীনতা সংগ্রামের সমতুল্য। এই মন্তব্য করে বিতর্কে জড়ালেন উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির সাংসদ শাফিকুর রহমান বার্ক। এই মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে যোগী আদিত্যনাথ সরকার।

শাফিকুর রহমান বার্ক বলেন, তালিবানরা স্বাধীনতা পাওয়ার জন্য যে লড়াই করেছে, ভারতও ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার জন্য লড়াই করেছে।  ভারতের মতন তালিবানরা নিজেদের দেশকে স্বাধীন করেছে।

উত্তরপ্রদেশের ডেপুটি মুখ্যমন্ত্রী কেপি মৌর্য সমাজবাদী পার্টির এই মন্তব্যের কড়া নিন্দা করে জানিয়েছেন, আফগানিস্তানে তালিবানরাজ নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ইমরান খানের সঙ্গে সমাজবাদী পার্টির সাংসদের কোনও পার্থক্য নেই।

আফগানিস্তান দখল করার জন্য সন্ত্রাসবাদী তালিবানদের অভিনন্দন জানিয়েছেন অপর একটি পার্টির মুখপাত্র শাদাব চৌহান। তালিবানদের সমর্থনে কথা বলার জন্য তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে।

Comments are closed.