সংসদ কাণ্ডের জের; বিধানসভায় বাড়ছে নিরাপত্তা কর্মীর সংখ্যা 

১৩ ডিসেম্বর সংসদে স্প্রে ক্যান কাণ্ডের পরেই তোলপাড় শুরু হয়ে গিয়েছে গোটা দেশে। উত্তাল জাতীয় রাজনীতি। এই অবস্থায়, সংসদে ওই ঘটনার পর রাজ্য বিধানসভার নিরাপত্তা নিয়েও তৎপরতা শুরু হয়। বিধানসভায় নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে বৈঠক করেন স্পিকার বিমান ব্যানার্জি। তারপরেও বিধানসভার নিরাপত্তা নিয়ে বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়। 

জানা গিয়েছে, ওই বৈঠকের পর বিধানসভায় নিরাপত্তাকর্মীর সংখ্যা বাড়ানো প্রস্তাব দেওয়া হয়েছে। সেই সঙ্গে কলকাতা পুলিশকে অনুরোধ করা হয়েছে বিধানসভায় বাড়তি পুলিশ মোতায়েন করতে। কলকাতার পুলিশ কমিশনারও এ বিষয়ে জানিয়েছেন, বিধানসভায় নিরাপত্তার বিষয়টি সবসময় বাড়তি গুরুত্ব দেওয়া হয়। 

এদিকে যে বিধায়করা নিরাপত্তা রক্ষী নিয়ে বিধানসভায় আসেন, সেই নিরাপত্তা রক্ষীদেরও আলাদা বসার জায়গা করা হয়েছে। পাশাপশি বিধায়কদের গাড়ি নিয়েও বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। স্টিকার ছাড়া কোনও গাড়ি বিধানসভায় প্রবেশে নিষিদ্ধ করা হয়েছে। 

Comments are closed.