বর্ষবরণ উপলক্ষ্যে কলকাতা জুড়ে কড়া নিরাপত্তা, মোতায়েন অতিরিক্ত ৫০০০ পুলিশকর্মী

আর মাত্র কয়েকঘন্টা। এরপর নতুন বছর। বছরের প্রথম দিন এবার রবিবার। শনিবার রাত থেকে নতুন বছরকে স্বাগত জানাবে তিলোত্তমা। বর্ষবরণের রাতে অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। শনিবার ও রবিবার শহরে পুলিশি নিরাপত্তা বাড়ছে আরও কয়েকগুন। নামানো হবে অতিরিক্ত ৫০০০ পুলিশকর্মী। পার্কস্ট্রিট, ক্যামাকস্ট্রিট, নিউ মার্কেট চত্ত্বরে ভিড় সামাল দিতে মোতায়েন করা হবে পুলিশকর্মী। শহরের বিভিন্ন প্রান্তে রেস্তোরাঁ, পানশালাগুলিতে সিসিটিভি ক্যামেরায় নজরদারি চালানো হবে। পার্কস্ট্রিট চত্ত্বরে ওয়াচ টাওয়ার থেকে নজরদারি চালানো হবে। ব্যবহার করা হবে ড্রোন। মোতায়েন করা হবে কলকাতা পুলিশের উইনার্স টিমকে।

লালবাজার সূত্রে খবর, শহরকে ১০টি সেক্টরে ভাগ করা হবে। থাকবে ৫৮টি পিসিআর ভ্যান। শুধুমাত্র পার্ক স্ট্রিট চত্বরেই থাকবে ২৩টি পিসিআর ভ্যান।

Comments are closed.