মেট্রোয় ভিড় বেড়েই চলেছে; চতুর্থীতে মেট্রোয় যাত্রী সংখ্যা সাড়ে সাত লক্ষ্য 

পুজোর মরশুমে একের পর এক রেকর্ড তৈরি করছে কলকাতা মেট্রো। তৃতীয়াতেই ভিড়ের নিরিখে গতবারের ষষ্ঠীকে ছাড়িয়ে গিয়েছিল মেট্রো। চতুর্থীতে এবার সেই রেকর্ডও ভাঙল। বুধবার অর্থাৎ চতুর্থীর দিন কবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটে মেট্রো চাপলেন সাড়ে সাত লক্ষ যাত্রী। মেট্রোর কথায় যা কার্যত রেকর্ড। 

পুজোর দিনগুলোতে রাস্তার যানজট এড়াতে অনেকেই মেট্রোকে বেছে নিচ্ছেন। এছাড়াও মেট্রোর রুটগুলোতে একাধিক বড় বড় পুজো। তার ওপরে পুজো উপলক্ষ্যে অনেক রাস্তাতেই যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। সব মিলিয়েই পুজোর মরশুমে যাতায়াতের জন্য মেট্রোকে এগিয়ে রাখছে মানুষজন। আর যে কারণে রোজই রেকর্ড সংখ্যক ভিড় হচ্ছে মেট্রো স্টেশনগুলোতে। 

এদিকে অত্যাধিক ভিড়ের কারণে যাতে যাত্রী নিরাপত্তায় কোন ব্যাঘাত না ঘটে সেদিকেও কড়া নজর রেখেছে মেট্রো কর্তৃপক্ষ। ইতিমধ্যেই মেট্রোর তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। স্টেশনগুলোতে পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। সেই সঙ্গে কোনও অপ্রীতিকর পরিস্থিতির জন্য কুইক রেসপন্স টিম প্রস্তুত রাখা হয়েছে। থাকছে বিপর্যয় মোকাবিলা দলও। সব মিলিয়েই মেট্রোতে কার্যত উৎসবের মেজাজ। 

Comments are closed.