লাইন সংস্কারের কাজ চলবে, শনি-রবি শিয়ালদহ ডিভিশনে বাতিল ৪২টি লোকাল 

টানা ১২ঘন্টা দমদম স্টেশনে রেল লাইন সংস্কারের কাজ চলবে। যার জেরে শনি ও রবিবার শিয়ালদহ ডিভিশনে ৪২টি লোকাল ট্রেন বাতিল থাকছে। রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে তেমনটাই জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার রাত ১১.৩৫ মিনিটে লাইন সংস্কারের কাজ শুরু হবে। যে কারণে শিয়ালদহ মেন ও দক্ষিণ শাখায় ৪২টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। ৪২টির মধ্যে রবিবার দিনই ৪০টি ট্রেন বাতিল থাকছে। যার জেরে রবিবার দিন যাঁরা ওই রুটে যাতায়াত করেন তাঁরা ভোগান্তির মুখে পড়বেন। 

দমদম জংশনের আপ লাইনে জরুরি ভিত্তিতে লাইন সংস্কারের প্রয়োজন। সেই কারণেই ১২ঘন্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে। যে ট্রেনগুলো বাতিল করা হয়েছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল, শিয়ালদহ-ডানকুনি, শিয়ালদহ-বনগাঁ, শিয়ালদহ দত্তপুরকুর, শিয়ালদহ কৃষ্ণনগর, বজবজ শিয়ালদহ ইত্যাদি। 

Comments are closed.