প্রণবের আরএসএস দফতরে যাওয়ার সিদ্ধান্তের বিরোধিতায় মেয়ে শর্মিষ্ঠা

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নাগপুরে আরএসএসের সদর দফতরে ভাষণ দেবেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। ইতিমধ্যেই প্রণববাবুর এই সিদ্ধান্তে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছে কংগ্রেস। তাদের মতে, রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস যখন আরএসএসের ভাবধারার বিরুদ্ধে লড়াই করছে এই অবস্থায় প্রণববাবুর এই সিদ্ধান্ত সেই লড়াইকে দুর্বল করে দিতে পারে।
এবার প্রণব মুখোপাধ্যায়ের এই সিদ্ধান্তের প্রতিবাদ করলেন তাঁর মেয়ে তথা কংগ্রেস নেত্রী শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। বুধবার একটি ট্যুইট বার্তায় শর্মিষ্ঠা লিখেছেন, আরএসএস দফতরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রণববাবু সঙ্ঘ নেতৃত্বকে সুযোগ করে দিলেন ভুল তথ্য প্রচার করার।

ট্যুইটে শর্মিষ্ঠা আরও লিখেছেন, আরএসএস নেতৃত্ব নিজেরাও ভালো মতো জানেন, তাঁদের মতধারার সঙ্গে সহমত পোষণ করে কোনও বক্তব্যই নিজের ভাষণে রাখবেন না প্রাক্তন রাষ্ট্রপতি। তাই বক্তব্য নয় প্রণববাবুর ছবি ব্যবহার করেই প্রচার চালাবে সঙ্ঘ। শর্মিষ্ঠার এই ট্যইট রি-ট্যুইট করেছেন কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল এবং অজয় মাকেনও।

Leave A Reply

Your email address will not be published.