৫০ শতাংশ অভিনেতা-কর্মী নিয়ে শ্যুটিং করা যাবে, নয়া সিদ্ধান্ত রাজ্য সরকারের

গত ১৫ মে পশ্চিমবঙ্গে লকডাউন শুরু হয়েছিল। এখনও তা বহাল রইল। সোমবার সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে নয়া কিছু নিয়ম সংযোজিত হয়েছে যার মধ্যে রয়েছে, ৫০ শতাংশ অভিনেতা-কর্মী নিয়ে শুরু করা যেতে পারে শ্যুটিংয়ের কাজকর্ম।

১ জুলাই পর্যন্ত কোভিড সংক্রান্ত বিধি নিষেধের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিলেও শ্যুটিংয়ের ক্ষেত্রে কিছু ছাড়ের ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। সোমবারের সাংবাদিক বৈঠকে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, ইউনিট পিছু ৫০ শতাংশ অভিনেতা-কর্মী নিয়ে শুরু করা যেতে পারে শ্যুটিংয়ের কাজকর্ম।

তবে শর্ত, যাঁদের নিয়ে শ্যুটিংয়ের কাজ হবে, তাঁদের টিকা নেওয়া বাধ্যতামূলক, নির্দেশিকায় স্পষ্ট জানিয়েছে রাজ্য সরকার। এছাড়াও মাস্ক পরা, শারীরিক দূরত্ব বিধি মেনেও চলারও কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

লকডাউন শুরু হওয়ার টলিপাড়ার দরজা বন্ধ হয়ে যায়। কিন্তু কলাকুশলীরা কোভিড বিধি মেনে ধারাবাহিকের শ্যুটিং বাড়ি থেকেই চালাচ্ছিল। কিন্তু সে ক্ষেত্রে বহু সমস্যার মুখোমুখি হতে হয়েছে অভিনেতাদের। অভিনেতা-অভিনেত্রীদের রূপসজ্জা, আলো, সেট, ভিডিয়োগ্রাফি এবং শব্দপ্রক্ষেপণে মান বজায় রাখা সম্ভব হচ্ছে না বলে অভিযোগ উঠেছিল। কাজের মান পড়ে গেলে টেকনিশিয়ান এবং কলাকুশলীদের রুজিরুটিতে টান পড়তে পারে, এমনটা আশঙ্কাও তৈরি হয়েছিল।

এই পরিস্থিতিতে শ্যুটিংয়ে কাজে ছাড় পাওয়ার জন্য রাজ্য সরকারের সিদ্ধান্তে তুষ্ট টলিপাড়া। টেলি ও টলি পাড়া কিছুটা স্বস্তি পাবে বলেই মনে করছেন কলাকুশলীরা।

Comments are closed.