ভরদুপুরে পার্ক সার্কাসে এলোপাথাড়ি গুলি, পুলিশকর্মী সহ মৃত দুই 

শুক্রবার ভরদুপুরে পার্ক সার্কাসে এলোপাথাড়ি গুলি চালালেন এক পুলিশ কর্মী। গুলিতে ইতিমধ্যেই নিহত হয়েছেন এক মহিলা। আহত হয়েছেন দু’জন। পরে অভিযুক্ত পুলিশকর্মী গুলি করে নিজেই আত্মঘাতী হন। ভরদুপুরে এই ঘটনার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছেন কলকাতার পুলিশ কমিশনার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। 

বাংলাদেশ হাই কমিশনের গার্ড হিসেবে নিযুক্ত ছিলেন আত্মঘাতী পুলিশকর্মী। প্রত্যক্ষদর্শীদের কথায়, এদিন হঠাৎই ওই পুলিশকর্মী নিজের বন্দুক থেকে এলোপাথাড়ি গুলি করতে থাকেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, ১৪ থেকে ১৫ রাউন্ড গুলি চালিয়েছেন ওই পুলিশকর্মী। গুলির আওয়াজ পেয়েই আশেপাশের লোকজন পালতে শুরু করে। সেই সময় বাইক ট্যাক্সি করে এক মহিলা সেখান দিয়ে যাচ্ছিলেন বলে দাবি। ওই মহিলার গায়ে গুলি লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।  জানা গিয়েছে, মৃত মহিলার নাম রিমা সিংহ। 

এদিন ঘটনাস্থলে যান পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তিনি বলেন, আত্মঘাতী পুলিশকর্মীর নাম চরুপ লেপচা। সম্প্রতি তিনি কলকাতা পুলিশে যোগ দিয়েছিলেন। পঞ্চম ব্যাটেলিয়ান কর্মরত ছিলেন। বিনীত গোয়েল আরও জানিয়েছেন, অভিযুক্ত পুলিশকর্মী কিছু দিন ধরেই অবসাদগ্রস্থ ছিলেন বলে জানা গিয়েছে। কী কারণে তিনি এমন বীভৎস কাজ করলেন তা তদন্ত করে দেখা হচ্ছে।   

Comments are closed.