নামমাত্র খরচে কলকাতা শিলিগুড়ি রুটে ডিলাক্স বাস পরিষেবা; উদ্যোগে পরিবহন দফতর 

সড়ক পথে কলকাতা থেকে শিলিগুড়ি যাত্রা এবার আরও আরামদায়ক হতে চলেছে। এবং তাও আবার নামমাত্র খরচে। পর্যটকদের জন্য পরিবহন দফতর এমনই সুখবর দিল। বেসরকারি বাস পরিষেবার পাশপাশি পাল্লা দিয়ে এবার কলকাতা শিলিগুড়ি রুটে ডিলাক্স বাস পরিষেবা শুরু করছে রাজ্যের পরিবহন দফতর। 

শুক্রবার কলকাতা শিলিগুড়ি রুটে উত্তরবঙ্গ পরিবহন সংস্থার নতুন ডিলাক্স বাস পরিষেবার উদ্বোধন করেন পরিবহনমন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। এদিন কসবা বাস ডিপো থেকে তিনি এই পরিষেবার উদ্বোধন করেন। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজ্যের মন্ত্রী ত্রিদিপ মণ্ডল, ডিরেক্টর আই এস ময়ূরী বসু, এসবিএসটির চেয়ার ম্যান সুভাষ মণ্ডল প্রমুখ। 

এদিন নতুন পরিষেবা নিয়ে পরিবহনমন্ত্রী বলেন, যাত্রী টানতে বেসরকারি বাসগুলো অত্যাধুমিক পরিষেবা এবং পরিচ্ছন্নতার ওপর জোর দিচ্ছে। সরকারি পরিষেবার ক্ষেত্রে এতদিন তা নিয়ে কিছু অভিযোগ ছিল। তবে এবার আমরা অত্যাধুনিক পরিষেবা এবং পরিচ্ছন্নতার ওপর জোর দিচ্ছি। 

Comments are closed.