গায়ক মদন: রাজীব শুভেন্দুদের গানের বাণে বিঁধে ভাইরাল মিউজিক ভিডিও 

এতদিন বাছাই বাছাই শব্দবাণে বিরোধীদের বিঁধছিলেন, এবারে আক্রমণ করলেন গানে গানে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূলের নেতা মদন মিত্র সোমবার তৃণমূল ত্যাগী নেতা সহ বিজেপিকে স্বরচিত গানে কটাক্ষ করলেন। সবুজ পাঞ্জাবি, সবুজ রঙের হাফ হাতা কোট, চোখে সানগ্লাস আর হাতে কুমড়ো নিয়ে বাগানে ঘুরে ঘুরে গান গাইলেন রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী। নরেন্দ্র মোদী, অমিত শাহকে কটাক্ষ করে তিনি গাইলেন “কুমড়ো গুলো ফুলো ফুলো, সঙ্গে কিছু ঢেঁড়স মূলো, বেচবি বলে ভাবলি? আরে মোদী অমিত শাহ, কুমড়োর ঘ্যাঁট খা”। 

শুভেন্দু, রাজীবদের তৃণমূলের নেতা মন্ত্রীরা বিশ্বাসঘাতক, মীরজাফর বলে আক্রমণ করছেন, মদন মিত্রও এদিন সেই ধারা বজায় রেখে গানে গানে প্রাক্তন সতীর্থদের উদ্দেশ্যে বললেন, “পাবলিক সব বোঝে, ভরসার লোক খোঁজে, আর রামের দলে লাভের লোভে গদ্দাররা গোঁজে”।  

[আরও পড়ুন- তৃণমূলে ফিরছেন দলত্যাগী ২ বিধায়ক অর্জুন-আত্মীয় সুনীল সিংহ ও বনগাঁর বিশ্বজিৎ দাস?]

দিল্লির কৃষক আন্দোলনের কথাও বাদ গেলনা মদন মিত্রের গানে। কৃষকদের সমর্থনে তিনি গাইলেন, “কোটি কোটি কৃষক না খেতে পেয়ে মরছে, আর অন্ধকার রুমে বিল পাশ করিয়ে নিতে চাইছ? চালাচ্ছ গুলি, মারছ কৃষক, আর হাতে ঢেঁড়স পটল মূলো”। 

দলত্যাগীদের এদিন কুমড়োর সঙ্গেও তুলনা করেন প্রাক্তন মন্ত্রী।                 

Comments are closed.