প্রয়াত বিশ্বের প্রবীণতম সিস্টার আন্দ্রে, বয়স হয়েছিল ১১৮, সারাজীবন সেবা ও পরোপকার করেছেন তিনি

প্রয়াত হলেন বিশ্বের প্রবীণতম মানুষ লুসেইল র‍্যান্ডন। অনেকে তাঁকে সিস্টার আন্দ্রে বলে চিনতেন। ১১৮ বছর পর্যন্ত বেঁচে ছিলেন তিনি। মঙ্গলবার দক্ষিণ ফ্রান্সের টউলটন সেন্ট ক্যাথলিন লাবোর নার্সিংহোমে ঘুমের মধ্যেই মারা যান লুসেইল র‍্যান্ডন। ফ্রান্সের তুলন শহরের বাসিন্দা লুসেইল র‍্যান্ডন ওরফে সিস্টার আন্দ্রে।

১৯০৪ সালের ১১ ফেব্রুয়ারি জন্ম হয়েছিল তাঁর। বিশ্বের সবথেকে প্রবীণতম মহিলা ছিলেন তিনি। জীবিতকালে তিনি সাক্ষী থেকেছেন ২টি বিশ্বযুদ্ধের। ১৯ বছর বয়সে ক্যাথলিক ধর্ম গ্রহণ করেন লুসেইল। ১৯৪৪ সালে সন্ন্যাসী হন তিনি। সেইসময় তিনি নিজের নাম পরিবর্তন করে সিস্টার আন্দ্রে রাখেন তিনি। সারা জীবন সেবা ও পরোপকার করেছেন তিনি। দীর্ঘ ২৮ বছর অনাথ শিশু ও বয়স্ক ও সমাজে পিছিয়ে পড়া মহিলাদের দেখভালও করেছেন আন্দ্রে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বহু সেনার  সেবা করেছেন তিনি। ২০২১ সালে কোভিডের সময় বহু মানুষের প্রাণ গিয়েছিল। তিনি বাস করতেন এক নার্সিংহোমে। সেখানেও মৃত্যু হয় বহু মানুষের। কিন্তু কোভিড সংক্রমিত হতে হয়নি সিস্টারকে। এই বিষয়ে তঁকে জিজ্ঞেসা করা হলে তিনি বলেন, একমাত্র ঈশ্বরই জানেন এর রহস্য কী। গত বছর জাপানের কেন তানাকা ১১৯ বছরে মারা যান। এরপর সেই স্থান দখল করেন সিস্টার আন্দ্রে।

Comments are closed.